বাঙালির খাদ্যাভ্যাস সারা বিশ্বের থেকে বেশ আলাদা। আর তার প্রধান বৈশিষ্ট্যই হল তেল ও মশলা। সিঙাড়া, কচুরি, লুচি, পরোটা, তেলেভাজা ছাড়া বাঙালির দিন চলে না। কিন্তু ঘটনা হল বদলে যাওয়া পৃথিবীতে এসব খাবার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। অতিরিক্ত খাওয়াদাওয়া শরীর খারাপ করে দিতে পারে। (Image- Amazon)
আসলে এই যন্ত্রের উপরের অংশে রয়েছে একটি হিটিং মেকানিজম। খাবার ফ্রায়ারের বাস্কেটে রেখে মেশিন অন করলে এই অংশ থেকে গরম হাওয়া বেরিয়ে খাবারের চারপাশে ছড়িয়ে পড়ে। যেমন তেমন গরম হাওয়া নয়, প্রায় ২০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এর উষ্ণতা। আর এই হাওয়ার প্রভাবেই ভাজা খাবার দারুন খাস্তা হয়ে যায়।