পেট্রোল ছাড়া চলবে Wagon R! গ্রাহকদের খরচ কমাতে চলেছে মারুতি

Last Updated:
Wagon R Flex Fuel: নতুন ওয়াগন আর লঞ্চ হতে পারে চলতি বছরেই।
1/5
Auto Expo 2023 শুরু হয়েছে। সেখানেই Wagon R নিয়ে বড় আপডেট দিল মারুতি।
Auto Expo 2023 শুরু হয়েছে। সেখানেই Wagon R নিয়ে বড় আপডেট দিল মারুতি।
advertisement
2/5
ওয়াগন আর ফ্লেক্স-ফুয়েল প্রদর্শন করল মারুতি। ইথানলে চলবে এই মডেল।
ওয়াগন আর ফ্লেক্স-ফুয়েল প্রদর্শন করল মারুতি। ইথানলে চলবে এই মডেল।
advertisement
3/5
ওয়াগন আর ইথানলে চললে পেট্রোলের চেয়ে অনেক কম খরচ হবে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ইথানলে চালিত যানবাহনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর এরই মধ্যে মারুতি গ্রাহকদের জন্য ওয়াগনআর ফুয়েল ফ্লেক্স-এ চালু করল।
ওয়াগন আর ইথানলে চললে পেট্রোলের চেয়ে অনেক কম খরচ হবে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ইথানলে চালিত যানবাহনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর এরই মধ্যে মারুতি গ্রাহকদের জন্য ওয়াগনআর ফুয়েল ফ্লেক্স-এ চালু করল।
advertisement
4/5
ওয়াগনআর ইথানলে চললে শুধু খরচই কমবে না, কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখবে।  Wagon-R ফ্লেক্স ফুয়েল লঞ্চের বিষয়ে মারুতি এখনও কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি।
ওয়াগনআর ইথানলে চললে শুধু খরচই কমবে না, কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখবে। Wagon-R ফ্লেক্স ফুয়েল লঞ্চের বিষয়ে মারুতি এখনও কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি।
advertisement
5/5
এই গাড়িটি এখনও মারুতির প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে আশা করা হচ্ছে, এই গাড়িটি চলতি বছরেই লঞ্চ হবে। বছরের শেষ নাগাদ এটি বাজারে লঞ্চ করতে পারে মারুতি।
এই গাড়িটি এখনও মারুতির প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে আশা করা হচ্ছে, এই গাড়িটি চলতি বছরেই লঞ্চ হবে। বছরের শেষ নাগাদ এটি বাজারে লঞ্চ করতে পারে মারুতি।
advertisement
advertisement
advertisement