এবার কেবল টিভি দেখুন আরও সস্তায়, ১৩০ টাকায় পান ২০০টি চ্যানেল!

Last Updated:
গ্রাহকরা সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৩০ টাকা দিয়ে
1/6
গ্রাহকদের জন্য সুখবর! এবার সস্তা হল টিভি দেখার খরচ। নতুন বছরের শুরুতে নতুন নিয়ম জারি করেছিল ট্রাই (টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া)। গত বছরেই কেব্‌ল ও ডিটিএইচ পরিষেবার জন্য নতুন নিয়ম চালু করেছিল ট্রাই। সেই নিয়মই সংশোধন করে নতুন নিয়ম চালু করল ট্রাই।
গ্রাহকদের জন্য সুখবর! এবার সস্তা হল টিভি দেখার খরচ। নতুন বছরের শুরুতে নতুন নিয়ম জারি করেছিল ট্রাই (টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া)। গত বছরেই কেব্‌ল ও ডিটিএইচ পরিষেবার জন্য নতুন নিয়ম চালু করেছিল ট্রাই। সেই নিয়মই সংশোধন করে নতুন নিয়ম চালু করল ট্রাই।
advertisement
2/6
নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৩০ টাকা দিয়ে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। এতে গ্রাহকরা উপভোগ করতে পারে ২০০টি ফ্রি চ্যানেল।
নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৩০ টাকা দিয়ে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। এতে গ্রাহকরা উপভোগ করতে পারে ২০০টি ফ্রি চ্যানেল।
advertisement
3/6
গ্রাহকরা ৫০০টি  ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৬০ টাকা দিয়ে। দ্বিতীয় কানেকশনের দামও কোমিয়ে দিয়েছে ট্রাই।  বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে সেটার জন্য মাত্র ৫২ টাকা দিলেই হবে।
গ্রাহকরা ৫০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৬০ টাকা দিয়ে। দ্বিতীয় কানেকশনের দামও কোমিয়ে দিয়েছে ট্রাই। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে সেটার জন্য মাত্র ৫২ টাকা দিলেই হবে।
advertisement
4/6
বোকের মধ্যে রাখতে হবে ১২ টাকা বা তার কম দামের চ্যানেলের, ১৯ টাকার চ্যানেল রাখতে পাড়বেন না গ্রাহকরা। এর ফলে গ্রাহকদের প্রায় ৩৩% ডিসকাউন্ট পাবে।
বোকের মধ্যে রাখতে হবে ১২ টাকা বা তার কম দামের চ্যানেলের, ১৯ টাকার চ্যানেল রাখতে পাড়বেন না গ্রাহকরা। এর ফলে গ্রাহকদের প্রায় ৩৩% ডিসকাউন্ট পাবে।
advertisement
5/6
চ্যানেল সংস্থাগুলি নতুন দাম জানাবে ১৫ জানুয়ারির মধ্যে। এমএসও-সহ চ্যানেল প্রদর্শনকারী সংস্থাগুলি সেই দর জানাবে ৩০ জানুয়ারির মধ্যে।নতুন দামে চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাবে ১ মার্চ থেকে।
চ্যানেল সংস্থাগুলি নতুন দাম জানাবে ১৫ জানুয়ারির মধ্যে। এমএসও-সহ চ্যানেল প্রদর্শনকারী সংস্থাগুলি সেই দর জানাবে ৩০ জানুয়ারির মধ্যে।নতুন দামে চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাবে ১ মার্চ থেকে।
advertisement
6/6
গ্রাহকের তালিকায় আ-লা-কার্ট - বা- পে চ্যানেল থাকলে এখনকার মতোই তার মাসুল আলাদা। একটি এইচডি (HD) চ্যানেলকে আগামী দিনেও দু’টি এসডি (SD) চ্যানেলের সমান ধরা হবে।  নতুন নিয়মে ব্রডকাস্টারদের ক্যারেজ ফি দিতে হবে 4 লক্ষ টাকা।
গ্রাহকের তালিকায় আ-লা-কার্ট - বা- পে চ্যানেল থাকলে এখনকার মতোই তার মাসুল আলাদা। একটি এইচডি (HD) চ্যানেলকে আগামী দিনেও দু’টি এসডি (SD) চ্যানেলের সমান ধরা হবে। নতুন নিয়মে ব্রডকাস্টারদের ক্যারেজ ফি দিতে হবে 4 লক্ষ টাকা।
advertisement
advertisement
advertisement