Smartphone Under Rs 30000: ৩০ হাজার টাকার মধ্যে ৬০০০mAh ব্যাটারি-বিশিষ্ট স্মার্টফোন কিনতে চাইছেন? রইল এমন কিছু দুর্ধর্ষ স্মার্টফোনের তালিকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Smartphone Under Rs 30000: এমন ডিভাইস চান, যা ব্যবহার করলেও চার্জ ফুরোতে চাইবে না। আর তার জন্য ৩০ হাজার টাকার বেশি খরচও করতে হবে না। বলা ভাল, কম দামেই মিলবে সেই ফোন। দেখে নিন সেই তালিকা।
advertisement
iQOO Z10 5G: ৭৩০০mAh ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ফেসিলিটি রয়েছে এই ফোনে। iQOO Z10 5G ফোনটি আবার Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটিকে আছে ৬.৭৭ ইঞ্চি কার্ভড AMOLED স্ক্রিন। সেই সঙ্গে মেলে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস ব্রাইটনেস। এই ফোনে থাকে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। Z10 5G এই ফোনটি ২০ হাজার টাকার মধ্যে পেতে পারেন গ্রাহকরা।
advertisement
Realme P3 Ultra: এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Realme-র P3 Ultra। এতে রয়েছে ৬০০০mAh ব্যাটারি। যেখানে মেলে ৮০ ওয়াট ওয়্য়ায়ার্ড পিডি চার্জিং। ৮ জিবি RAM-সহ এতে রয়েছে MediaTek Dimensity চিপসেট। যা ১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারে। Realme P3 Ultra-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে। সেই সঙ্গে মেলে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। বাজারে মাত্র ২৫ হাজার টাকায় পাওয়া যায় এই ফোনটি।
advertisement
advertisement
Oppo K13 5G: Oppo K-সিরিজের এই ফোনে রয়েছে ৭০০০mAh ব্যাটারি। যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসে রয়েছে ৬.৭ ইঞ্চি ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট ডিসপ্লে। ৮ জিবি RAM-এর সঙ্গে যা চালিত হয় Snapdragon 6 Gen 4 প্রসেসর দ্বারা। এটি Android 15 দ্বারা চালিত হয়। এতে রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। এই ফোনটির দাম ১৮ হাজার টাকার আশপাশে।
advertisement
Poco X7 Pro: চলতি বছরের জানুয়ারি মাসে বাজারে এসেছে এই ফোনে। এতে রয়েছে ৬৫৫০mAh ব্যাটারি। ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে এই ফোনে মিলবে MediaTek 8400 Ultra চিপসেট। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। আর রয়েছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার। দেশে এই ফোনের দাম মাত্র ২৫ হাজার টাকা।