প্রাচীন মার্টিনবার্ন রেল...! স্মৃতির ইতিহাস ছুঁয়ে যায় বসিরহাটের পটভূমি... গায়ে কাঁটা দেয়!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Basirhat Rail: স্থানীয় প্রবীণদের মতে, মার্টিন বার্ন রেলের ছোট্ট স্টিম ইঞ্জিনগুলো ধীর গতিতে ছুটত, আর গ্রামের ধারে শিশুদের দল হুড়োহুড়ি করে দেখতে যেত “ছক ছক্কা” ট্রেন। লোকমুখে বলা হতো ‘মার্টিন গাড়ি’ বা ‘ছোটগাড়ি’। কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে কারও বাগান বা কারও উঠোনের সামনে দিয়ে চলত ছয় কামরার ট্রেন।
advertisement
advertisement
প্রথমে কলকাতার শিয়ালদহ থেকে বসিরহাট পর্যন্ত সরু গেজের এই রেললাইনটি নির্মিত হয় প্রায়, পরবর্তীতে লাইনটি প্রসারিত হয় হাসনাবাদ পর্যন্ত। চাষবাসের পণ্য, বিশেষ করে চাল, পাট, মাছ এবং কৃষিজ দ্রব্য কলকাতায় পৌঁছে দিতে এই রেল ছিল একমাত্র ভরসা। বসিরহাট, টাকি, হাড়োয়া— এই সব জনপদ তখন রেলের আওতায় আসে, এবং বাণিজ্যিক উন্নতির নতুন দিগন্ত খুলে দেয়।
advertisement
advertisement
advertisement