Mud Air Cooler: চড়চড় করে বাড়ছে গরম, কম খরচে 'মাটির এয়ার কুলারে' ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল

Last Updated:
ক্রমেই বাড়ছে গরম, আগামী কয়েকমাসে তীব্র তাপপ্রবাহের রক্তচক্ষুও রয়েছে। তাই ঘর ঠাণ্ডা রাখতে অনেকেই বেছে নিচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আবার কেউ ভরসা রাখছেন টেবিল ফ্যানের উপর।
1/9
*তিনি আরও বলেন, গরমের সময় তাপপ্রবাহের কারণে আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, যা অনেক সমস্যার সৃষ্টি করে, তাই আপনি যদি বেলের রস খান তবে এটি আপনার শরীরকে ঠান্ডা রাখতে এবং আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে কাজ করবে।
ক্রমেই বাড়ছে গরম, আগামী কয়েকমাসে তীব্র তাপপ্রবাহের রক্তচক্ষুও রয়েছে। তাই ঘর ঠাণ্ডা রাখতে অনেকেই বেছে নিচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আবার কেউ ভরসা রাখছেন টেবিল ফ্যানের উপর।
advertisement
2/9
.রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর।
কিন্তু, মুশকিল হল প্রবল গরমে সিলিং ফ্যানের কার্যকারিতা প্রায় নেই বললেই চলে। যেখানে এয়ার কুলারের দাম ৬০০০ অন্যদিকে এসির দাম প্রায় ২৫ হাজার টাকা! একই সঙ্গে রয়েছে চড়া বিদ্যুতের বিল। তবে, সম্প্রতি, প্রাচীন ঐতিহ্যবাহী রীতিই ঘর ঠাণ্ডা রাখার জন্য নতুন রূপে প্রকাশ্যে এসেছে। সেটি হল, মাটির পাত্রের এয়ার কুলার।
advertisement
3/9
 মাটির পাত্রের এয়ার কুলারের একাধারের সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। গ্রাম এবং শহরে দুই ধরনের বাড়িতেই জনপ্রিয় হয়েছে এটিই।
মাটির পাত্রের এয়ার কুলারের একাধারের সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। গ্রাম এবং শহরে দুই ধরনের বাড়িতেই জনপ্রিয় হয়েছে এটিই।
advertisement
4/9
 এই এয়ার কুলার তৈরি হয়েছে মূলত কাদামাটির বৈশিষ্টের উপর। কাদামাটিতে প্রাকৃতিকভাবে ছিদ্র থাকে। মাটির কুলারে জল ধীরে ধীরে ছিদ্রের সাহায্যে বাষ্পীভূত হয়। ফলে চারপাশের বাতাস থেকে তাপ টেনে নেয়।ঠিক একই নিয়মে মাটির পাত্রে রেখে দিলে অনেকক্ষণ জল ঠাণ্ডা থাকে।
এই এয়ার কুলার তৈরি হয়েছে মূলত কাদামাটির বৈশিষ্টের উপর। কাদামাটিতে প্রাকৃতিকভাবে ছিদ্র থাকে। মাটির কুলারে জল ধীরে ধীরে ছিদ্রের সাহায্যে বাষ্পীভূত হয়। ফলে চারপাশের বাতাস থেকে তাপ টেনে নেয়।ঠিক একই নিয়মে মাটির পাত্রে রেখে দিলে অনেকক্ষণ জল ঠাণ্ডা থাকে।
advertisement
5/9
 এই মাটির পাত্র বিক্রেতাদের পরামর্শ, পাত্রের চারপাশে একটি ভেজা কাপড় জড়িয়ে রাখলে এটি আরও ভাল ভাবে কাজ করতে পারে। এর ফলে অতিরিক্ত আর্দ্রতা বাষ্পীভূত হয়ে বাতাসকে আরও ঠাণ্ডা করে।
এই মাটির পাত্র বিক্রেতাদের পরামর্শ, পাত্রের চারপাশে একটি ভেজা কাপড় জড়িয়ে রাখলে এটি আরও ভাল ভাবে কাজ করতে পারে। এর ফলে অতিরিক্ত আর্দ্রতা বাষ্পীভূত হয়ে বাতাসকে আরও ঠাণ্ডা করে।
advertisement
6/9
 কত দাম<br />মাটির পাত্রে এয়ার কুলারে বেসিক সিঙ্গেল-ফ্যান মডেলের এখন দাম প্রায় ২৬০০ টাকা। ছোট ঘরের জন্য এই পাত্র উপযুক্ত। ডবল-ফ্যান মডেলের দাম প্রায় ৩৯০০ টাকা। এর থেকেও বড়টি পাওয়া ৬ হাজার টাকা। বিদ্যুৎ খরচ নামমাত্র। কারণ, কেবল একটি ছোট ফ্যানের বিদ্যুৎ খরচের মতন।
কত দামমাটির পাত্রে এয়ার কুলারে বেসিক সিঙ্গেল-ফ্যান মডেলের এখন দাম প্রায় ২৬০০ টাকা। ছোট ঘরের জন্য এই পাত্র উপযুক্ত। ডবল-ফ্যান মডেলের দাম প্রায় ৩৯০০ টাকা। এর থেকেও বড়টি পাওয়া ৬ হাজার টাকা। বিদ্যুৎ খরচ নামমাত্র। কারণ, কেবল একটি ছোট ফ্যানের বিদ্যুৎ খরচের মতন।
advertisement
7/9
 কিন্তু, এই ফ্যানের রয়েছে সীমাবদ্ধতাও। উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার জন্য এই কুলার খুব একটা কার্যকরী নয়। তাই পশ্চিমবঙ্গের সব জেলার জন্য উপযুক্ত নাও হতে পারে।
কিন্তু, এই ফ্যানের রয়েছে সীমাবদ্ধতাও। উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার জন্য এই কুলার খুব একটা কার্যকরী নয়। তাই পশ্চিমবঙ্গের সব জেলার জন্য উপযুক্ত নাও হতে পারে।
advertisement
8/9
 যদিও এয়ার কন্ডিশনারের মতন ঘর ঠাণ্ডা করতে পারবে না। তা-ও ঘরের ক্ষেত্রে ফ্যানের চেয়ে বেশি ভাল কাজ দেবে।
যদিও এয়ার কন্ডিশনারের মতন ঘর ঠাণ্ডা করতে পারবে না। তা-ও ঘরের ক্ষেত্রে ফ্যানের চেয়ে বেশি ভাল কাজ দেবে।
advertisement
9/9
 বাংলায় বসে মাটির এয়ার কুলার পেতে হলে অনলাইনে খুঁজতে পারেন। সস্তায় পাওয়া যাবে কয়েকটি সাইটে। এ ছাড়া সমাজমাধ্যমের ভিডিও দেখে নিজে নিজে বানিয়েও নেওয়া যেতে পারে।
বাংলায় বসে মাটির এয়ার কুলার পেতে হলে অনলাইনে খুঁজতে পারেন। সস্তায় পাওয়া যাবে কয়েকটি সাইটে। এ ছাড়া সমাজমাধ্যমের ভিডিও দেখে নিজে নিজে বানিয়েও নেওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement