Tinder On Covid Vaccine : টিন্ডারের নয়া উদ্যোগ, নতুন প্রজন্মকে ভ্যাকসিন নিতে উৎসাহ যোগাবে 'জেনারেশন জেড'

Last Updated:
ইউজারদের ভ্যাকসিন স্টেটাস (Vaccine Status) আপডেট করার জন্য একটি স্টিকার চালু করা হবে।
1/6
ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder) নতুন উদ্যোগ নিয়ে উপস্থিত হচ্ছে। সম্প্রতি টিন্ডার কর্তৃপক্ষ ঘোষণা করেছে কেভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করতে তারাও প্রস্তুত। তরুণ প্রজন্মকে করোনা টিকা নেওয়ার বিষয়ে আগ্রহী করে তুলতে ভারতে তারা ভ্যাকসিন অ্যাডভোকেসি (Vaccine Advocacy) নামের একটি উদ্যোগ চালু করছে। এই উদ্যোগের অংশ হিসাবে, টিন্ডার কিছু তথ্য ভাগ করে নেবে। এছাড়াও নতুন ভ্যাকসিন সেন্টারগুলির বিষয়ে পরিচিত করাবে। এর পাশাপাশি ইউজারদের ভ্যাকসিন স্টেটাস (Vaccine Status) আপডেট করার জন্য একটি স্টিকার চালু করা হবে। ছবি : প্রতীকী
ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder) নতুন উদ্যোগ নিয়ে উপস্থিত হচ্ছে। সম্প্রতি টিন্ডার কর্তৃপক্ষ ঘোষণা করেছে কেভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করতে তারাও প্রস্তুত। তরুণ প্রজন্মকে করোনা টিকা নেওয়ার বিষয়ে আগ্রহী করে তুলতে ভারতে তারা ভ্যাকসিন অ্যাডভোকেসি (Vaccine Advocacy) নামের একটি উদ্যোগ চালু করছে। এই উদ্যোগের অংশ হিসাবে, টিন্ডার কিছু তথ্য ভাগ করে নেবে। এছাড়াও নতুন ভ্যাকসিন সেন্টারগুলির বিষয়ে পরিচিত করাবে। এর পাশাপাশি ইউজারদের ভ্যাকসিন স্টেটাস (Vaccine Status) আপডেট করার জন্য একটি স্টিকার চালু করা হবে। ছবি : প্রতীকী
advertisement
2/6
টিন্ডার ও ম্যাচ গ্রুপ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার তারু কাপুর জানিয়েছেন, “টিন্ডারে এখন একটি জনপ্রিয় টক পয়েন্টে পরিণত হয়েছে। আর ভারতে টিকাদান অভিযানের গতিবেগ বৃদ্ধি পাওয়ায়, এই বিষয়ে আলোচনাও বেশি হচ্ছে। অ্যাপের ইউজারদের টিকা সম্পর্কে নানা ধরনের আপডেট দেওয়া আমাদের কাজ, ফলে সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। আশা করছি এই উদ্যোগ লক্ষ লক্ষ টিন্ডার ইউজারের কাছে পৌঁছে যাবে এবং সঠিক টিকা সেন্টারের সঙ্গে পরিচয় করাবে”।' ছবি : প্রতীকী
টিন্ডার ও ম্যাচ গ্রুপ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার তারু কাপুর জানিয়েছেন, “টিন্ডারে এখন একটি জনপ্রিয় টক পয়েন্টে পরিণত হয়েছে। আর ভারতে টিকাদান অভিযানের গতিবেগ বৃদ্ধি পাওয়ায়, এই বিষয়ে আলোচনাও বেশি হচ্ছে। অ্যাপের ইউজারদের টিকা সম্পর্কে নানা ধরনের আপডেট দেওয়া আমাদের কাজ, ফলে সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। আশা করছি এই উদ্যোগ লক্ষ লক্ষ টিন্ডার ইউজারের কাছে পৌঁছে যাবে এবং সঠিক টিকা সেন্টারের সঙ্গে পরিচয় করাবে”।' ছবি : প্রতীকী
advertisement
3/6
টিন্ডারে কোভিড ১৯ সম্পর্কিত কী কী তথ্য থাকবে? মারণ ভাইরাস বিরোধী যুদ্ধে এবার এক নয়া উদ্যোগ নিল টিন্ডার। Tinder.knowthevaccine.com -এর মতে জেনারেশন জেড (Generation Z) নামে একটি শিক্ষামূলক গাইড অ্যাপ্লিকেশন সরবরাহ করা হবে। এখানে ভ্যাকসিন সংক্রান্ত নানা ধরনের প্রশ্নোত্তর থাকবে। যেমন কী কী ভ্যাকসিন বাজারে রয়েছে? বাইরে কখন এবং কী ভাবে বেরোনো উচিত? ভ্যাকসিনের পরে করোনা হতে পারে কি না?
টিন্ডারে কোভিড ১৯ সম্পর্কিত কী কী তথ্য থাকবে? মারণ ভাইরাস বিরোধী যুদ্ধে এবার এক নয়া উদ্যোগ নিল টিন্ডার। Tinder.knowthevaccine.com -এর মতে জেনারেশন জেড (Generation Z) নামে একটি শিক্ষামূলক গাইড অ্যাপ্লিকেশন সরবরাহ করা হবে। এখানে ভ্যাকসিন সংক্রান্ত নানা ধরনের প্রশ্নোত্তর থাকবে। যেমন কী কী ভ্যাকসিন বাজারে রয়েছে? বাইরে কখন এবং কী ভাবে বেরোনো উচিত? ভ্যাকসিনের পরে করোনা হতে পারে কি না?
advertisement
4/6
ভ্যাকসিন সেন্টার (Vaccine Centre) সংক্রান্ত সব তথ্য টিন্ডারে উপলব্ধ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও cowin.gov.in এর অনুমোদিত সবক'টি নিকটতম টিকা সেন্টারের পরিচয় করানো হবে। এমনকি ইউজাররা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে পারবে।
ভ্যাকসিন সেন্টার (Vaccine Centre) সংক্রান্ত সব তথ্য টিন্ডারে উপলব্ধ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও cowin.gov.in এর অনুমোদিত সবক'টি নিকটতম টিকা সেন্টারের পরিচয় করানো হবে। এমনকি ইউজাররা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে পারবে।
advertisement
5/6
প্রোফাইল স্টিকার-এর (Profile sticker) সাহায্যে ইউজাররা ভ্যাকসিন স্টেটাস আপডেট করতে পারবেন। নিজেদের সম্ভাব্য ম্যাচদের টিকা নিয়ে পরামর্শ দিতে পারবেন। ভ্যাকসিনেটেড (Vaccinated), ভ্যাকসিং সুন (Vaccine Soon), ইমিউনিটি টুগেদার (Immunity Together) এবং ভ্যাকসিনস সেভ লাইভস (Vaccine Saves Lives) বলে কিছু স্টিকার পাওয়া যাবে।
প্রোফাইল স্টিকার-এর (Profile sticker) সাহায্যে ইউজাররা ভ্যাকসিন স্টেটাস আপডেট করতে পারবেন। নিজেদের সম্ভাব্য ম্যাচদের টিকা নিয়ে পরামর্শ দিতে পারবেন। ভ্যাকসিনেটেড (Vaccinated), ভ্যাকসিং সুন (Vaccine Soon), ইমিউনিটি টুগেদার (Immunity Together) এবং ভ্যাকসিনস সেভ লাইভস (Vaccine Saves Lives) বলে কিছু স্টিকার পাওয়া যাবে।
advertisement
6/6
করোনা সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া জন্য ইন্ডিয়া ভ্যাকসিন প্রোজেক্ট-এর সঙ্গে (india Vaccine Project) এক হয়ে কাজ করছে টিন্ডার। এছাড়াও টিন্ডার কমিউনিটি থেকে এই প্রোজেক্টের সাহায্যের জন্য সেচ্ছাসেবীদের নিয়োগ করা হচ্ছে।
করোনা সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া জন্য ইন্ডিয়া ভ্যাকসিন প্রোজেক্ট-এর সঙ্গে (india Vaccine Project) এক হয়ে কাজ করছে টিন্ডার। এছাড়াও টিন্ডার কমিউনিটি থেকে এই প্রোজেক্টের সাহায্যের জন্য সেচ্ছাসেবীদের নিয়োগ করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement