AC Reduce Electricity Bill: ২০-২২ নাকি ২৪! AC-র তাপমাত্রা ঠিক কত ডিগ্রিতে রাখলে একধাক্কায় কমবে বিদ্যুতের বিল! প্রতি মাসে বাঁচবে ৪-৫ হাজার টাকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
AC Reduce Electricity Bill: ১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে বেশি বিদ্যুৎ খরচ করে। তাই সবসময় ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চালানোর পরামর্শ দেওয়া হয়। এই তাপমাত্রায় এসি রাখলে বিদ্যুৎ খরচও অনেকটাই কম হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এসি আসলে ভিতরের তাপমাত্রাকে বাইরের থেকে ঠান্ডা রাখে। আপনি যদি ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখতে চান তবে এসি এটিকে এই সীমা পর্যন্ত ঠান্ডা করবে। কিন্তু যখন ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রিতে পৌঁছায়, তখন এসি কম্প্রেসার বন্ধ হয়ে যায়। অর্থাৎ এসি ঠান্ডা হওয়া বন্ধ করে এবং শুধুমাত্র ফ্যান চলে। যখন তাপমাত্রা আবার বাড়ে, তখন তা বজায় রাখতে এসি আবার ঠান্ডা হতে শুরু করে। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ঘরের তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামিয়ে আনতে এসিকে দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে হয়।
advertisement
যদি আপনার ঘরের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখেন তবে তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। কম তাপমাত্রায় ঘুমানোর কারণে শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক। তাপমাত্রা কম রেখে, এসি ঘরের সমস্ত আর্দ্রতা শোষণ করে। এ কারণে ত্বকের সমস্যাও হতে পারে। এই মুহূর্তে প্রচণ্ড গরম চলছে, কিন্তু বর্ষা এলেই সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির পাশাপাশি এসির তাপমাত্রার দিকেও খেয়াল রাখা ভীষণ ভাবে জরুরি।