Tech Tips: Wi-fi-এর পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? জেনে নিন সহজে খুঁজে পাওয়ার কৌশল

Last Updated:
Tech Tips: ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মনেই পড়ছে না? এমন পরিস্থিতিতে কী করবেন, কী ভাবে পাসওয়ার্ড খুঁজে পাবেন, জেনে নিন
1/8
ধরা যাক, বাড়িতে কোনও অতিথি এলেন। আর তিনি বাড়ির Wi-Fi পাসওয়ার্ড জানতে চাইলেন। ওই মুহূর্তটায় অনেকেই প্রমাদ গোনেন। কারণ কিছুতেই মনে পড়ে না নিজের Wi-Fi পাসওয়ার্ড। কিন্তু সঙ্কটের ওই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। আসলে ভুলে যাওয়া Wi-Fi পাসওয়ার্ড রিট্রিভ করার উপায় রয়েছে কিন্তু। যাইহোক, দেখে নেওয়া যাক, ভুলে যাওয়া Wi-Fi পাসওয়ার্ড অনায়াসে রিকভার করার উপায়।
ধরা যাক, বাড়িতে কোনও অতিথি এলেন। আর তিনি বাড়ির Wi-Fi পাসওয়ার্ড জানতে চাইলেন। ওই মুহূর্তটায় অনেকেই প্রমাদ গোনেন। কারণ কিছুতেই মনে পড়ে না নিজের Wi-Fi পাসওয়ার্ড। কিন্তু সঙ্কটের ওই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। আসলে ভুলে যাওয়া Wi-Fi পাসওয়ার্ড রিট্রিভ করার উপায় রয়েছে কিন্তু। যাইহোক, দেখে নেওয়া যাক, ভুলে যাওয়া Wi-Fi পাসওয়ার্ড অনায়াসে রিকভার করার উপায়।
advertisement
2/8
অ্যান্ড্রয়েড - যাঁদের কাছে Google Pixel ফোন রয়েছে, তাঁদের প্রথমে Settings &gt-তে যেতে হবে। এরপর যেতে হবে Network > Internet-এ। এবার ফোনে থাকা Wi-Fi নেটওয়ার্কের নামের পাশে যে গিয়ার আইকন ভেসে উঠবে, সেটায় ক্লিক করতে হবে। এটি ব্যবহারকারীকে অন্য স্ক্রিনে নিয়ে যাবে। Share অপশনে ট্যাপ করতে হবে। নিজের আইডেন্টিটি কনফার্ম করতে হবে। Wi-Fi পাসওয়ার্ড-সহ নিজেদের লগ-ইন তথ্য শেয়ার করার জন্য ব্যবহারকারীকে একটি QR কোড দেখানো হবে।
অ্যান্ড্রয়েড - যাঁদের কাছে Google Pixel ফোন রয়েছে, তাঁদের প্রথমে Settings >-তে যেতে হবে। এরপর যেতে হবে Network > Internet-এ। এবার ফোনে থাকা Wi-Fi নেটওয়ার্কের নামের পাশে যে গিয়ার আইকন ভেসে উঠবে, সেটায় ক্লিক করতে হবে। এটি ব্যবহারকারীকে অন্য স্ক্রিনে নিয়ে যাবে। Share অপশনে ট্যাপ করতে হবে। নিজের আইডেন্টিটি কনফার্ম করতে হবে। Wi-Fi পাসওয়ার্ড-সহ নিজেদের লগ-ইন তথ্য শেয়ার করার জন্য ব্যবহারকারীকে একটি QR কোড দেখানো হবে।
advertisement
3/8
আবার Samsung Galaxy ব্যবহারকারীদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। প্রথমে Settings > Connections > Wi-Fi খুলতে হবে। এবার Wi-Fi নেটওয়ার্কের পাশে যে গিয়ার আইকন থাকবে, তাতে ট্যাপ করতে হবে। এরপর স্টারড-আউট পাসওয়ার্ড ফিল্ডের পাশে থাকা আই আইকনে ট্যাপ করতে হবে।
আবার Samsung Galaxy ব্যবহারকারীদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। প্রথমে Settings > Connections > Wi-Fi খুলতে হবে। এবার Wi-Fi নেটওয়ার্কের পাশে যে গিয়ার আইকন থাকবে, তাতে ট্যাপ করতে হবে। এরপর স্টারড-আউট পাসওয়ার্ড ফিল্ডের পাশে থাকা আই আইকনে ট্যাপ করতে হবে।
advertisement
4/8
এবার নিজের আইডেন্টিটি কনফার্ম করতে হবে। এতে সাধারণ টেক্সটে ভেসে উঠবে Wi-Fi পাসওয়ার্ড। এর পাশাপাশি অন্যান্য ধরনের অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এই একই Wi-Fi কনফিগারেশন অ্যাক্সেস করা সম্ভব। এতে Wi-Fi নেটওয়ার্কে নিজে থেকেই রিকানেক্ট করবে ডিভাইস।
এবার নিজের আইডেন্টিটি কনফার্ম করতে হবে। এতে সাধারণ টেক্সটে ভেসে উঠবে Wi-Fi পাসওয়ার্ড। এর পাশাপাশি অন্যান্য ধরনের অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এই একই Wi-Fi কনফিগারেশন অ্যাক্সেস করা সম্ভব। এতে Wi-Fi নেটওয়ার্কে নিজে থেকেই রিকানেক্ট করবে ডিভাইস।
advertisement
5/8
iOS - iPhones-এর জন্য এই প্রক্রিয়াটা সম্পূর্ণ ভাবে সহজ-সরল। প্রথমে প্রধান Settings অ্যাপে যেতে হবে। এরপর Wi-Fi-এ ক্লিক করতে হবে। ব্যবহারকারীর ডিভাইস যে নেটওয়ার্কে কানেক্টেড, তার পাশে থাকা ব্লু-সার্কলড i-এ ট্যাপ করতে হবে। এরপর পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এবার iPhone পাসকোড অথবা Face ID দিয়ে ব্যবহারকারীকে অথেন্টিকেট করতে বলবে। পিন এন্টার করে অথবাব মুখের কাছাকাছি ফোনটা ধরে রাখলে পাসওয়ার্ডটা বেরিয়ে আসবে।
iOS - iPhones-এর জন্য এই প্রক্রিয়াটা সম্পূর্ণ ভাবে সহজ-সরল। প্রথমে প্রধান Settings অ্যাপে যেতে হবে। এরপর Wi-Fi-এ ক্লিক করতে হবে। ব্যবহারকারীর ডিভাইস যে নেটওয়ার্কে কানেক্টেড, তার পাশে থাকা ব্লু-সার্কলড i-এ ট্যাপ করতে হবে। এরপর পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এবার iPhone পাসকোড অথবা Face ID দিয়ে ব্যবহারকারীকে অথেন্টিকেট করতে বলবে। পিন এন্টার করে অথবাব মুখের কাছাকাছি ফোনটা ধরে রাখলে পাসওয়ার্ডটা বেরিয়ে আসবে।
advertisement
6/8
Windows - কানেক্টেড Windows laptop অথবা PC থেকে নিজের Wi-Fi পাসওয়ার্ড রিট্রিভ করার জন্য প্রথমে যেতে হবে Settings > Start menu > Network & Internet > Wi-Fi-এ। যে নেটওয়ার্কের সঙ্গে ব্যবহারকারীর ডিভাইস কানেক্টেড, সেটি উপরের দিকে ভেসে উঠবে। Wi-Fi নেটওয়ার্কের প্রপার্টিজ দেখার জন্য এর নামে ট্যাপ করতে হবে।
Windows - কানেক্টেড Windows laptop অথবা PC থেকে নিজের Wi-Fi পাসওয়ার্ড রিট্রিভ করার জন্য প্রথমে যেতে হবে Settings > Start menu > Network & Internet > Wi-Fi-এ। যে নেটওয়ার্কের সঙ্গে ব্যবহারকারীর ডিভাইস কানেক্টেড, সেটি উপরের দিকে ভেসে উঠবে। Wi-Fi নেটওয়ার্কের প্রপার্টিজ দেখার জন্য এর নামে ট্যাপ করতে হবে।
advertisement
7/8
প্রোফাইল টাইপ, DNS, IP settings ইত্যাদির মতো Wi-Fi নেটওয়ার্কের বিষয়ে অতিরিক্ত তথ্য দেখাতে ভেসে উঠবে একটি নতুন স্ক্রিন। View Wi-Fi security খুঁজতে হবে এবং View-এ ক্লিক করতে হবে। প্লেন টেক্সটে Wi-Fi password-এর একটি নতুন ডায়লগ বক্স খুলবে।
প্রোফাইল টাইপ, DNS, IP settings ইত্যাদির মতো Wi-Fi নেটওয়ার্কের বিষয়ে অতিরিক্ত তথ্য দেখাতে ভেসে উঠবে একটি নতুন স্ক্রিন। View Wi-Fi security খুঁজতে হবে এবং View-এ ক্লিক করতে হবে। প্লেন টেক্সটে Wi-Fi password-এর একটি নতুন ডায়লগ বক্স খুলবে।
advertisement
8/8
macOS - ব্যবহারকারীর ডিভাইসের রানিং macOS-এ স্টোরড থাকা Wi-Fi পাসওয়ার্ড জানার জন্য প্রথমে যেতে হবে System Settings > Wi-Fi-এ। এরপর স্ক্রোল ডাউন করে Known Networks-এ ক্লিক করতে হবে। সেকেন্ড লিস্টিংয়ের পাশে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এবার Copy Password-এ ট্যাপ করতে হবে। এরপর Notes অথবা Pages অ্যাপে যেতে হবে। আর প্লেন টেক্সটে পাসওয়ার্ড পেস্ট করার জন্য Cmd+V-এ প্রেস করতে হবে।
macOS - ব্যবহারকারীর ডিভাইসের রানিং macOS-এ স্টোরড থাকা Wi-Fi পাসওয়ার্ড জানার জন্য প্রথমে যেতে হবে System Settings > Wi-Fi-এ। এরপর স্ক্রোল ডাউন করে Known Networks-এ ক্লিক করতে হবে। সেকেন্ড লিস্টিংয়ের পাশে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এবার Copy Password-এ ট্যাপ করতে হবে। এরপর Notes অথবা Pages অ্যাপে যেতে হবে। আর প্লেন টেক্সটে পাসওয়ার্ড পেস্ট করার জন্য Cmd+V-এ প্রেস করতে হবে।
advertisement
advertisement
advertisement