Smartphone Screenguard: স্ক্রিন গার্ড ব্যবহার করেন? সাবধান! অজান্তেই স্মার্টফোনের বড় ক্ষতি করছেন আপনি!
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Smartphone Screenguard: সম্প্রতি মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল Vivo। লিকুইড UV স্ক্রিন প্রোটেক্টর নিয়ে সাবধান থাকতে বলেছে কোম্পানি। এই প্রবণতা ফোনের ওয়ারেন্টি বাতিল করে দিতে পারে।
স্ক্রিন প্রোটেক্টর সংক্রান্ত বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করছে Vivo। আসলে স্ক্রিন প্রোটেক্টর বিশেষ করে কার্ভড স্ক্রিনের জন্য ব্যবহৃত ইউভি-কিওর্ড টেম্পার্ড গ্লাস প্রোটেক্টরের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছে তারা। এইসব প্রোটেক্টরগুলি edge-to-edge কভারেজ প্রদান করে থাকে। কিন্তু স্মার্টফোন নির্মাতারা সাবধান করে জানাচ্ছে যে, ভুল ইনস্টলেশন অথবা লো-কোয়ালিটি মেটেরিয়াল ব্যবহার করা হলে কার্যকারিতা সংক্রান্ত সমস্যার উদ্রেক করতে পারে।
advertisement
এই প্রসঙ্গে “unique risks”-এর কথা তুলে ধরেছে Vivo। যা নিরাপদ এবং মসৃণ ইউজার এক্সপেরিয়েন্সকে নষ্ট করে দিতে পারে। তারা জানিয়েছে যে, স্ক্রিন প্রোটেক্টর ইনস্টলেশনের সময় ব্যবহৃত ইউভি গ্লু নানা সমস্যা ডেকে আনতে পারে। এর মধ্যে অন্যতম হল - অডিও ইন্টারফেয়ারেন্স, বাটন ম্যালফাংশন প্রভৃতি। এই পাঁচ উপায়ে ইউভি গ্লু প্রোটেক্টর ফোন নষ্ট করে দিতে পারে:
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এস্থেটিক এবং মেটেরিয়াল ড্যামেজ: ইউভি গ্লু নষ্ট করে দিতে পারে ফোনের লেদার ব্যাটারি কভার। এমনকী নষ্ট হতে পারে ক্যামেরা ফ্রেমও। Vivo জানিয়েছে যে, আনঅথরাইজড জায়গা থেকে সঠিক ভাবে স্ক্রিন না লাগানোর ফলে যে ত্রুটি দেখা দেবে, তা গ্যারান্টির আওতায় আসবে না। ব্যবহারকারীদের আসল প্রোটেকটিভ ফিল্ম ব্যবহার করতে হবে। যা পাওয়া যাবে অথরাইজড Vivo সার্ভিস সেন্টারেই।
advertisement
ফোনকে সুরক্ষিত রাখার উপায়: Vivo-র পরামর্শ, আসল স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে হবে, যা পাওয়া যাবে অথরাইজড সার্ভিস সেন্টারগুলিতে। সংস্থার বক্তব্য, প্রতিটি Vivo মডেলের জন্য এই প্রোটেক্টরগুলিকে কাস্টম-ডিজাইন করা হয়েছে। ফলে তা সঠিক ভাবে এঁটে থাকবে। সৌন্দর্যও বাড়বে এবং সেই সঙ্গে ফোনের কার্যকারিতাও নষ্ট হবে না। আর যাঁরা টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে চান, তাঁদেরকে ইনস্টলেশনের সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে Vivo।








