Phone Charging: ১০%, ৩০% নাকি ৫০%, ফোন কখন চার্জে বসানো উচিত? এই ভুলেই বারোটা বাজছে ব্যাটারির
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কখন ফোন চার্জ দিতে হবে, সেই বিষয় নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই বিভ্রান্তি রয়েছে।
কখন ফোন চার্জ দিতে হবে, সেই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকেই ঘন ঘন ফোন চার্জে বসান। তবে সেটা কিন্তু একেবারেই ভুল। আসলে মোবাইলের ব্যাটারি কম থাকলে ফোনের উন্নত ফিচার ব্যবহার কী ভাবে সম্ভব?
advertisement
আজকাল ফোনের প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে, ব্যবহারকারীরা চান না, ফোনের চার্জ ফুরিয়ে যাক। আর সেই কারণে বহু মানুষ বারবার ফোন চার্জে বসাতে থাকেন। যেটা একেবারেই ঠিক নয়। তাহলে কত শতাংশ চার্জ থাকাকালীন ফোন চার্জে বসানো উচিত? সেটাই বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
আসলে ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।
advertisement
যাঁদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।
advertisement
যদিও ব্যাটারির ওভার চার্জিংয়ের কোনও ঝুঁকি থাকে না। মনে করা হয় যে, আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট-ইন ফিচার থাকে। ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
advertisement
ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
advertisement
সেক্ষেত্রে অর্ধেক চার্জ করাটাই সবথেকে ভাল বিকল্প। অ্যাপলের পরামর্শ, প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।
advertisement