ঘুমনোর সময় মোবাইল ফোনটা কাছেই থাকে? চার্জে বসিয়ে দেন...? 'ভয়ঙ্কর' কাজ করছেন...! প্রযুক্তিবিদদের পরামর্শ জেনে নিন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Sleeping With Phone: অনেকে ফোন চার্জে দিয়ে রাতভর ঘুমিয়ে থাকেন। কিন্তু টেক জায়ান্ট অ্যাপল সতর্ক করছে, এমনটা করলে বিপদ হতে পারে। কী হয় ফোন কাছে নিয়ে ঘুমোলে? জানলে আঁতকে উঠবেন।
advertisement
advertisement
advertisement
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর--- ফোন চার্জের সময় অতিরিক্ত গরম হয়ে গেলে ত্বকের জ্বালাপোড়া বা ইনজুরি হতে পারে। ফোন চার্জের সময় অতিরিক্ত গরম হয়ে গেলে ত্বকের জ্বালাপোড়া বা ইনজুরি হতে পারে। ফোনের স্ক্রিন থেকে নির্গত <strong data-start="725" data-end="749">নীল আলো (Blue Light)</strong> মেলাটোনিন হরমোনের মাত্রা কমিয়ে দেয়, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। ২০২০ সালের এক গবেষণা বলছে, ঘুমের আগে ফোন কম ব্যবহার করলে স্মৃতিশক্তি ও ঘুমের মান ভালো হয়।
advertisement
advertisement
advertisement
রাতে ফোনকে বিছানা থেকে দূরে রেখে চার্জ করুন, প্রয়োজনে আলাদা চার্জিং স্টেশন ব্যবহার করুন। যদি ফোন অ্যালার্মের জন্য ব্যবহার করেন, তাহলে ওয়্যারলেস অ্যালার্ম ঘড়ি ব্যবহার করা নিরাপদ বিকল্প হতে পারে। সন্তানদেরও এই নিয়ম মানতে শেখান, কারণ ছোটদের মধ্যে স্ক্রিন আসক্তি বেশি এবং এটি তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।
advertisement