Sadak Suraksha Abhiyan: রাস্তায় সাদা-হলুদ নানা-রকম দাগ কেন কাটা থাকে জানেন? এই সংকেত জেনে তবে গাড়ি চালান

Last Updated:
Sadak Suraksha Abhiyan: এই রেখার মানে না জানলে বড় বিপদে পড়তে পারেন!
1/8
রাস্তা চলাচলের সময় অনেকেই রাস্তায় বিভিন্ন ধরনের রেখা সহ যাবতীয় সংকেত গুলো দেখতে পান। কিন্তু অনেকেই এই সংকেতের অর্থ বোঝেন না। ফলে প্রায় দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মত ঘটনা ঘটে থাকে। তবে আপনি জানেন কি রাস্তায় সাদা লাইন বা হলুদ রেখা সহ যাবতীয় সংকেত গুলো কি নির্দেশ করে
রাস্তা চলাচলের সময় অনেকেই রাস্তায় বিভিন্ন ধরনের রেখা সহ যাবতীয় সংকেত গুলো দেখতে পান। কিন্তু অনেকেই এই সংকেতের অর্থ বোঝেন না। ফলে প্রায় দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মত ঘটনা ঘটে থাকে। তবে আপনি জানেন কি রাস্তায় সাদা লাইন বা হলুদ রেখা সহ যাবতীয় সংকেত গুলো কি নির্দেশ করে
advertisement
2/8
সাদা রেখা : সাধারণত রাস্তার দু’পাশে ও মাঝে সোজা সাদা রেখা দেখা যায়। এই রেখায় কোন কাটা কাটা বা ফাঁকা থাকে না। এটি নির্দেশ করে যে, চালক গাড়ির লেন অতিক্রম করতে পারবেন না। রাস্তার মাঝে থাকলে ওভারটেক ও U-টার্ন নিতে পারবেন না।
সাদা রেখা : সাধারণত রাস্তার দু’পাশে ও মাঝে সোজা সাদা রেখা দেখা যায়। এই রেখায় কোন কাটা কাটা বা ফাঁকা থাকে না। এটি নির্দেশ করে যে, চালক গাড়ির লেন অতিক্রম করতে পারবেন না। রাস্তার মাঝে থাকলে ওভারটেক ও U-টার্ন নিতে পারবেন না।
advertisement
3/8
ভাঙা বা কাটা সাদা রেখা :রাস্তায় সাধারণত দু’ধরনের সাদা রেখা দেখা যায়। এগুলোর মধ্যে এক ধরনের রেখা ভাঙ্গা বা কাটা কাটা থাকে। এ ধরনের রেখা নির্দেশ করে যে, চালক চাইলে লেন পরিবর্তন করতে পারবেন।এছাড়াও ওভারটেক, U-টার্নও নিতে পারবেন। তবে এসব ক্ষেত্রে রাস্তা ফাঁকা ও নিরাপদ আছে কিনা লক্ষ্য রাখতে হবে।
ভাঙা বা কাটা সাদা রেখা :রাস্তায় সাধারণত দু’ধরনের সাদা রেখা দেখা যায়। এগুলোর মধ্যে এক ধরনের রেখা ভাঙ্গা বা কাটা কাটা থাকে। এ ধরনের রেখা নির্দেশ করে যে, চালক চাইলে লেন পরিবর্তন করতে পারবেন।এছাড়াও ওভারটেক, U-টার্নও নিতে পারবেন। তবে এসব ক্ষেত্রে রাস্তা ফাঁকা ও নিরাপদ আছে কিনা লক্ষ্য রাখতে হবে।
advertisement
4/8
হলুদ রেখা :যদি কোন রাস্তায় হলুদ রেখা দেখা যায় তবে চালক চাইলে ওভারটেক করতে পারবেন। কিন্তু কখনই কাটাবিহীন হলুদ রেখা অতিক্রম করে ওভারটেক করতে পারবেন না।
হলুদ রেখা :যদি কোন রাস্তায় হলুদ রেখা দেখা যায় তবে চালক চাইলে ওভারটেক করতে পারবেন। কিন্তু কখনই কাটাবিহীন হলুদ রেখা অতিক্রম করে ওভারটেক করতে পারবেন না।
advertisement
5/8
দুটি হলুদ রেখা :সাধারণত ব্যস্ত রাস্তার মাঝে দুটি হলুদ রেখা দেখা যায়। যার মাঝে কোন ফাঁকা বা কাটা থাকে না। এমতাবস্থায় সেখানে কোনক্রমেরই ওভারটেক করা যাবে না।কাটা হলুদ রেখা :সাধারণত কাটা হলুদ রেখা চালক চাইলে ওভারটেক করতে পারবেন।
দুটি হলুদ রেখা :সাধারণত ব্যস্ত রাস্তার মাঝে দুটি হলুদ রেখা দেখা যায়। যার মাঝে কোন ফাঁকা বা কাটা থাকে না। এমতাবস্থায় সেখানে কোনক্রমেরই ওভারটেক করা যাবে না।কাটা হলুদ রেখা :সাধারণত কাটা হলুদ রেখা চালক চাইলে ওভারটেক করতে পারবেন।
advertisement
6/8
হলুদ ও কাটা হলুদ রেখা একত্রে :অনেক সময় রাস্তায় হলুদ রেখার সাথে ফাঁকা বা কাটা কাটা হলুদ রেখার দেখা মিলতে পারে। এক্ষেত্রে চালক যদি কাটা রেখার লেন দিয়ে গাড়ি চালান তিনি ওভারটেক করতে পারবেন। অপরদিকে কাটাবিহীন রেখার লেনে যিনি থাকবেন তিনি ওভারটেক করতে পারবেন না।
হলুদ ও কাটা হলুদ রেখা একত্রে :অনেক সময় রাস্তায় হলুদ রেখার সাথে ফাঁকা বা কাটা কাটা হলুদ রেখার দেখা মিলতে পারে। এক্ষেত্রে চালক যদি কাটা রেখার লেন দিয়ে গাড়ি চালান তিনি ওভারটেক করতে পারবেন। অপরদিকে কাটাবিহীন রেখার লেনে যিনি থাকবেন তিনি ওভারটেক করতে পারবেন না।
advertisement
7/8
জেব্রা ক্রসিং :রাস্তায় পথচারীদের পারাপারের জন্য যে সাদাকালো ডোরাকাটা রেখা দেখা যায় তাই হচ্ছে জেব্রা ক্রসিং।জেব্রা ক্রসিংয়ে পা না রাখা পর্যন্ত চালক তার গাড়ির গতি কমাতে বাধ্য নন। পথচারী পা রাখার পর চালক গাড়ির গতি কমিয়ে পথচারীকে পারাপারের সুযোগ দিবেন। এজন্য গাড়ির গতি-প্রকৃতি বুঝে পথচারী জেব্রা ক্রসিংয়ে পা রেখে আগন্তুক গাড়িকে সংকেত দিবেন।
জেব্রা ক্রসিং :রাস্তায় পথচারীদের পারাপারের জন্য যে সাদাকালো ডোরাকাটা রেখা দেখা যায় তাই হচ্ছে জেব্রা ক্রসিং।জেব্রা ক্রসিংয়ে পা না রাখা পর্যন্ত চালক তার গাড়ির গতি কমাতে বাধ্য নন। পথচারী পা রাখার পর চালক গাড়ির গতি কমিয়ে পথচারীকে পারাপারের সুযোগ দিবেন। এজন্য গাড়ির গতি-প্রকৃতি বুঝে পথচারী জেব্রা ক্রসিংয়ে পা রেখে আগন্তুক গাড়িকে সংকেত দিবেন।
advertisement
8/8
স্পিড ব্রেকার :সাধারণত রাস্তায় বিভিন্ন ধরনের স্পিড ব্রেকার দেখা যায়। ব্যস্ত বাজার, স্কুল-কলেজ বা কোন প্রতিষ্ঠানের কাছে, অতিরিক্ত গাড়ি পার্কিং এলাকায় স্পিড ব্রেকার দেওয়া থাকে। এগুলো বিভিন্ন আকার ও বিভিন্ন গঠনের হলেও সবগুলোর উদ্দেশ্য প্রায় একই। আর তা হল গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা। সুতরাং এরপর রাস্তা চলাচলের আগে এই সাংকেতিক চিহ্ন ও রেখা গুলির অর্থ সঠিকভাবে জেনে নিন । তাহলে সড়ক দুর্ঘটনা সহজেই এড়িয়ে চলা যাবে। (Reported By: Piya Gupta)
স্পিড ব্রেকার :সাধারণত রাস্তায় বিভিন্ন ধরনের স্পিড ব্রেকার দেখা যায়। ব্যস্ত বাজার, স্কুল-কলেজ বা কোন প্রতিষ্ঠানের কাছে, অতিরিক্ত গাড়ি পার্কিং এলাকায় স্পিড ব্রেকার দেওয়া থাকে। এগুলো বিভিন্ন আকার ও বিভিন্ন গঠনের হলেও সবগুলোর উদ্দেশ্য প্রায় একই। আর তা হল গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা। সুতরাং এরপর রাস্তা চলাচলের আগে এই সাংকেতিক চিহ্ন ও রেখা গুলির অর্থ সঠিকভাবে জেনে নিন । তাহলে সড়ক দুর্ঘটনা সহজেই এড়িয়ে চলা যাবে। (Reported By: Piya Gupta)
advertisement
advertisement
advertisement