Sadak Suraksha Abhiyan: রাস্তায় সাদা-হলুদ নানা-রকম দাগ কেন কাটা থাকে জানেন? এই সংকেত জেনে তবে গাড়ি চালান
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Sadak Suraksha Abhiyan: এই রেখার মানে না জানলে বড় বিপদে পড়তে পারেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জেব্রা ক্রসিং :রাস্তায় পথচারীদের পারাপারের জন্য যে সাদাকালো ডোরাকাটা রেখা দেখা যায় তাই হচ্ছে জেব্রা ক্রসিং।জেব্রা ক্রসিংয়ে পা না রাখা পর্যন্ত চালক তার গাড়ির গতি কমাতে বাধ্য নন। পথচারী পা রাখার পর চালক গাড়ির গতি কমিয়ে পথচারীকে পারাপারের সুযোগ দিবেন। এজন্য গাড়ির গতি-প্রকৃতি বুঝে পথচারী জেব্রা ক্রসিংয়ে পা রেখে আগন্তুক গাড়িকে সংকেত দিবেন।
advertisement
স্পিড ব্রেকার :সাধারণত রাস্তায় বিভিন্ন ধরনের স্পিড ব্রেকার দেখা যায়। ব্যস্ত বাজার, স্কুল-কলেজ বা কোন প্রতিষ্ঠানের কাছে, অতিরিক্ত গাড়ি পার্কিং এলাকায় স্পিড ব্রেকার দেওয়া থাকে। এগুলো বিভিন্ন আকার ও বিভিন্ন গঠনের হলেও সবগুলোর উদ্দেশ্য প্রায় একই। আর তা হল গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা। সুতরাং এরপর রাস্তা চলাচলের আগে এই সাংকেতিক চিহ্ন ও রেখা গুলির অর্থ সঠিকভাবে জেনে নিন । তাহলে সড়ক দুর্ঘটনা সহজেই এড়িয়ে চলা যাবে। (Reported By: Piya Gupta)