এসি চালালেই ঠান্ডা লেগে যাচ্ছে? এই মোডে চালান! বিল কমবে, শরীরও ফিট থাকবে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips And Tricks: AC চালালেও অনেকেই হয়তো খেয়াল করেননি, একটি মোডের নাম ‘ড্রাই মোড’। আজ আমরা জানব এই ড্রাই মোড কী, কেন এটি ব্যবহার করা উচিত, এবং কীভাবে এটি বিদ্যুৎ সাশ্রয় করে আপনাকে বিল কমাতে সাহায্য করে।
advertisement
advertisement
ড্রাই মোড বা ডিহিউমিডিফিকেশন মোড হল এসি’র একটি বিশেষ ফিচার, যা মূলত ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমানোর কাজে ব্যবহৃত হয়। এই মোডে এসি তাপমাত্রা খুব বেশি না কমিয়ে, বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে বাতাসকে শুষ্ক ও আরামদায়ক করে তোলে। ড্রাই মোড চালু থাকলে এসির কমপ্রেসর ও ফ্যান ধীরে চলে, এবং ইভ্যাপোরেটর কয়েল বাতাসের জলীয় বাষ্প শোষণ করে। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫. বিদ্যুৎ বিল কমে: এবং হ্যাঁ, ড্রাই মোড চালালে বিদ্যুৎ খরচও কম হয়, যা মাস শেষে আপনাকে স্বস্তি দেয়। 💡 কীভাবে ড্রাই মোড সাশ্রয় করে আপনার বিল? ড্রাই মোডে এসি’র মূল লক্ষ্য থাকে ঘরের আর্দ্রতা কমানো, না যে ঘরকে হিমশীতল করা। তাই এই মোডে কম্প্রেসর ও ফ্যান কম গতিতে চলে, এবং ফলে বিদ্যুৎ কম খরচ হয়। Representative Image
advertisement
advertisement
