WhatsApp Group Polls Feature: এ বার ভোটাভুটিতে জমবে WhatsApp, আসছে নতুন ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Group Polls feature: WhatsApp গ্রুপে বন্ধুদের মধ্যে তুমুল বিতর্ক? এ বার ভোটাভুটি করেই মীমাংসা করে ফেলা যাবে সব সমস্যার
WhatsApp Group Polls Feature : WhatsApp গ্রুপে বন্ধুদের মধ্যে তুমুল বিতর্ক? ভিন্ন মতের কারণে নেওয়া যাচ্ছে না কোনও সিদ্ধান্ত। সে সব দিন শেষ হতে চলেছে। এ বার ভোটাভুটি করেই মীমাংসা করে ফেলা যাবে সব সমস্যার কারণ, WhatsApp-এও আসতে চলেছে poll ফিচার। শোনা যাচ্ছে, এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে Meta অধীনস্থ সংস্থা Whatsapp।
advertisement
এই বিশেষ সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র Group-গুলির ক্ষেত্রে। নতুন এই ফিচারে WhatsApp বিভিন্ন বিষয়ে poll তৈরি করতে দেবে ব্যবহারকারীদের। তবে মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে এই ফিচার আসতে চলেছে শুধুমাত্র iOS ব্যবহারকারীদের জন্য। পরে অবশ্য Android এমনকী desktop-এও ব্যবহার করা যাবে। কিন্তু ঠিক কবে থেকে গ্রুপে ভোটাভুটি শুরু করা যাবে, তা এখনও নির্দিষ্ট নয়। কারণ এখনও কাজ চলছে।
advertisement
খুব স্বাভাবিক ভাবেই ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে poll অপশন থাকবে না, কারণ সেটা শুধু দু’জন মানুষের মধ্যেই কথোপকথন। গ্রুপের সদস্যদের জন্য poll তৈরি করা যাবে। WABetaInfo-র তরফে জানান হয়েছে যে, WhatsApp তার গ্রুপগুলিতে ভোটাভুটির জন্য প্রশ্ন তৈরি করতে দেবে। এই বিশেষ ফিচার তৈরির কাজ চলছে এখনও, ফলে বিশদ কিছুই জানা যায়নি। তবে একটি স্ক্রিনশট থেকেই এ প্রমাণ পাওয়া যাচ্ছে যে, এমন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে এই বিশেষ সমাজ মাধ্যমে।
advertisement
advertisement
advertisement