WhatsApp-এর নয়া ফিচার, এবার চলতি ভিডিও কলে সহজেই করতে পারবেন জয়েন

Last Updated:
iOS ব্যবহারকারীদের জন্য নতুন 'Joinable Calls' ফিচার লঞ্চ করছে WhatsApp
1/6
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।  এবার iOS Users (আইওএস ব্যবহারকারীদের) জন্য বিশেষ একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ভয়েস কল অপশনের উন্নতিতে কিছু কাজ করছে সংস্থা, যা বাস্তবায়িত হলে গ্রাহকরা বড়সড় পরিবর্তন দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার iOS Users (আইওএস ব্যবহারকারীদের) জন্য বিশেষ একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ভয়েস কল অপশনের উন্নতিতে কিছু কাজ করছে সংস্থা, যা বাস্তবায়িত হলে গ্রাহকরা বড়সড় পরিবর্তন দেখতে পাবেন।
advertisement
2/6
নতুন এই ফিচারটির সাহায্যে গ্রাহকরা অন গোইং ভিডিও কলে যোগ দিতে পারবেন। এর জন্য দ্বিতীয় কোনও ইউজারকে তাঁদেরকে যুক্ত করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে ‘জয়েনএবেল কল ’ (Joinable Calls) নামে একটি ফিচার আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। আসুন এই বিষয়ে খুঁটিনাটি জেনে নিই।
নতুন এই ফিচারটির সাহায্যে গ্রাহকরা অন গোইং ভিডিও কলে যোগ দিতে পারবেন। এর জন্য দ্বিতীয় কোনও ইউজারকে তাঁদেরকে যুক্ত করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে ‘জয়েনএবেল কল ’ (Joinable Calls) নামে একটি ফিচার আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। আসুন এই বিষয়ে খুঁটিনাটি জেনে নিই।
advertisement
3/6
সম্প্রতি হোয়াটসঅ্যাপ আইওএস বিটা (iOS Beta Update) গ্রাহকদের জন্য নতুন একটু ইন্তারফেস (User Interface) ও লঞ্চ করেছে। নতুন জয়েনএবেল কল ফিচার আইওএস ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন আপদেট ২.২১.১৪০ এর সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। নতুন ইন্টারফেসে গ্রুপ কলিং (Group Calling) ও রোল আউট করবে হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ আইওএস বিটা (iOS Beta Update) গ্রাহকদের জন্য নতুন একটু ইন্তারফেস (User Interface) ও লঞ্চ করেছে। নতুন জয়েনএবেল কল ফিচার আইওএস ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন আপদেট ২.২১.১৪০ এর সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। নতুন ইন্টারফেসে গ্রুপ কলিং (Group Calling) ও রোল আউট করবে হোয়াটসঅ্যাপ।
advertisement
4/6
WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, নতুন ইউজার ইন্টারফেসকে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড গ্রাহকদের (Android Users) জন্য লঞ্চ করবে। নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চলতি কোনও ভিডিও কল সহজেই যোগ দিতে পারবেন, অন্য কারুর সহযোগীতে ছাড়াই।
WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, নতুন ইউজার ইন্টারফেসকে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড গ্রাহকদের (Android Users) জন্য লঞ্চ করবে। নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চলতি কোনও ভিডিও কল সহজেই যোগ দিতে পারবেন, অন্য কারুর সহযোগীতে ছাড়াই।
advertisement
5/6
‘ট্যাপ টু জয়েন’ ফিচার - এই মুহুর্তে, হোয়াটসঅ্যাপের গ্রুপ ভয়েস কলগুলিতে নির্দিষ্ট সংখ্যক মেম্বারর উপস্থিতিতে কনফারেন্স আকারে সম্পন্ন হয়। সেক্ষেত্রে ‘ট্যাপ টু জয়েন’ ফিচারের মাধ্যমে এই জাতীয় গ্রুপ কলে জয়েন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। যদি কোনও ইউজার প্রথমে গ্রুপ কলে যোগদান করতে অক্ষম হন, তবে তারা গ্রুপ চ্যাটের অভ্যন্তরে ‘জয়েন কল’ বাটন ট্যাপ করেও সেই কনফারেন্সে যোগ দিতে পারবেন।
‘ট্যাপ টু জয়েন’ ফিচার - এই মুহুর্তে, হোয়াটসঅ্যাপের গ্রুপ ভয়েস কলগুলিতে নির্দিষ্ট সংখ্যক মেম্বারর উপস্থিতিতে কনফারেন্স আকারে সম্পন্ন হয়। সেক্ষেত্রে ‘ট্যাপ টু জয়েন’ ফিচারের মাধ্যমে এই জাতীয় গ্রুপ কলে জয়েন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। যদি কোনও ইউজার প্রথমে গ্রুপ কলে যোগদান করতে অক্ষম হন, তবে তারা গ্রুপ চ্যাটের অভ্যন্তরে ‘জয়েন কল’ বাটন ট্যাপ করেও সেই কনফারেন্সে যোগ দিতে পারবেন।
advertisement
6/6
WABetaInfo আরও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপের আইওএস ডিভাইসের জন্য গ্রুপ ভয়েস কলগুলির ক্ষেত্রে ইন্টারফেসে আরও উন্নত ডিজাইন এবং সহজতর অপশন দেখা যাবে। এতে অ্যাপ্লিকেশন ইআইটি দেখতে নাকি Apple (অ্যাপল)-এর ফেসটাইমের মত আকর্ষনীয় লাগবে। পাশাপাশি শোনা যাচ্ছে, আইওএস ইউজাররা একটি নতুন রিং বাটনও দেখতে পাবেন।
WABetaInfo আরও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপের আইওএস ডিভাইসের জন্য গ্রুপ ভয়েস কলগুলির ক্ষেত্রে ইন্টারফেসে আরও উন্নত ডিজাইন এবং সহজতর অপশন দেখা যাবে। এতে অ্যাপ্লিকেশন ইআইটি দেখতে নাকি Apple (অ্যাপল)-এর ফেসটাইমের মত আকর্ষনীয় লাগবে। পাশাপাশি শোনা যাচ্ছে, আইওএস ইউজাররা একটি নতুন রিং বাটনও দেখতে পাবেন।
advertisement
advertisement
advertisement