WhatsApp-এর নয়া ফিচার ! এবার গ্রুপ কলিংয়ে যোগ দেওয়া যাবে যখন তখন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এছাড়া কল ইনফো স্ক্রিনে জেনে নিন গ্রুপ কল সম্পর্কিত অন্যান্য তথ্য
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার গ্রাহকদের জন্য নতুন একটি ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। বর্তমানে এই করোনা কালে গ্রুপ কলিংয়ের চাহিদা অনেক বেড়ে গিয়েছে, সে অফিসের কাজের জন্য হক কে বন্ধু-পরিজনের সঙ্গে গল্প করার জন্য। এই কথা মাথায় রেখে নতুন এই ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
advertisement
হোয়াটসঅ্যাপ তাঁদের নতুন ফিচার ‘Joinable Call’ রোলআউট করতে শুরু করেছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কোন চলতি গ্রুপ ভিডিও কলে বা গ্রুপ ভয়েস কলে সহজেই জয়েন করতে পারবে। এতদিন হোয়াটসঅ্যাপে কোন গ্রুপ কল একবার শুরু হয়ে গেলে তাতে যুক্ত হওয়ার কোনো সুযোগ ছিলোনা। অনেক সময় এমন হয়ে কোনও কারণে সঠিক সময় গ্রুপ কল রিসিভ করতে পারলেন না। কিন্তু এই নতুন ফিচারটির সাহায্যে ইউজাররা সেই মুহূর্তে কলে যোগ না দিতে পারলেও তার কয়েক মিনিটের মধ্যেই ইচ্ছুকেরা পুনরায় তাদের যোগ দিতে পারবেন। শুধু তাই নয়, চাইলে নিজের ইচ্ছে মত কল থেকে বেড়িয়েও যেতে পারবেন।
advertisement
এছাড়াও আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, সেটি হল কল ইনফো স্ক্রিন (Call info screen)। এখান থেকে যে কোন কলে যোগ বা ড্রপ করে যাওয়া সম্ভব হবে। তাছাড়া কল ইনফো স্ক্রিনে ইউজাররা গ্রুপ কল সম্পর্কিত অন্যান্য তথ্য যেমন, সেই মুহূর্তে কলে কতজন সদস্য যুক্ত রয়েছেন বা কারা এখনও কলের আবেদনে সাড়া দেননি সেগুলিও দেখতে পাওয়া যাবে।
advertisement
নতুন এই ফিচার পাওয়ার জন্য ব্যবহারকারীদের সবার প্রথমে নতুন আপডেট ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের ব্যবহারকারীরা কল লগে 'ট্যাপ টু জয়েন' অপশন দেখতে পাবেন। কোন গ্রুপ কলে আমন্ত্রিত হলে ইউজাররা প্রথমেই তার নোটিফিকেশন পায়। আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রুপ কলে যুক্ত হওয়ার জন্য ‘Join’ বাটনে ক্লিক করতে হয়। সেই মুহূর্তে কলে যুক্ত হতে না চাইলে ‘Ignore’ অপশনে ক্লিক করতে হয়।
advertisement
নতুন ফিচারটি ব্যবহার করার জন্য সবার প্রথমে হোয়াটসঅ্যাপের কল লগে যান। এবার সেই কলে যান যেটিতে আপনি যোগ দিতে চাইছেন। সেই কলটি Call Info স্ক্রিনটি খুলে যাবে। এবার এখান থেকে ইউজাররা মিস হয়ে যাওয়া গ্রুপ কলে যোগ দেওয়ার জন্য ‘Join’ এ ক্লিক করুন। উল্লেখযোগ্য, এই ফিচারটি কেবল মাত্র চলতি কলে (ongoing call) এই কাজ করবে।