পৃথিবীর বিধ্বংসীতম ঘূর্ণিঝড়গুলির মধ্যে আটটির জন্ম বঙ্গোপসাগরে! মৃত্যু হয়েছিল ৫ লক্ষের

Last Updated:
কয়েকশত বছর ধরে বিভিন্ন বিধ্বংসীতম বিভিন্ন ঘূর্ণিঝড় দেখেছে দুই বাংলা৷
1/11
বিভিন্ন দেশে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম আছে৷ তেমনই বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার ইতিহাস জানলেও চমকে যেতে হয়৷ কয়েকশত বছর ধরে এই বিধ্বংসীতম বিভিন্ন ঘূর্ণিঝড় দেখে দুই বাংলা৷ কখনও পশ্চিম কখনও পূর্ববঙ্গের মানুষের জীবন তছনছ হয়েছে এই ঝড়ে৷
বিভিন্ন দেশে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম আছে৷ তেমনই বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার ইতিহাস জানলেও চমকে যেতে হয়৷ কয়েকশত বছর ধরে এই বিধ্বংসীতম বিভিন্ন ঘূর্ণিঝড় দেখে দুই বাংলা৷ কখনও পশ্চিম কখনও পূর্ববঙ্গের মানুষের জীবন তছনছ হয়েছে এই ঝড়ে৷
advertisement
2/11
তালিকার একেবারে শেষ থেকে তাহলে শুরু করা যাক৷ বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির নাম নার্গিস৷ ২০০৮ সালের ৩ মে এটি আছড়ে পড়ে মায়ানমারে৷ তীব্র তাণ্ডব চালায় এটি৷ সে বারের ঝড়ে সে দেশে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৩৬ হাজার মানুষের৷
তালিকার একেবারে শেষ থেকে তাহলে শুরু করা যাক৷ বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টির নাম নার্গিস৷ ২০০৮ সালের ৩ মে এটি আছড়ে পড়ে মায়ানমারে৷ তীব্র তাণ্ডব চালায় এটি৷ সে বারের ঝড়ে সে দেশে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৩৬ হাজার মানুষের৷
advertisement
3/11
তালিকার নয় নম্বর স্থানে থাকবে সাইক্লোন ওটুবি৷ এটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে৷ ১৯৯১ সালের ৫ মে তৈরি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল বাংলাদেশে৷ সে বারে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৩৮ হাজার মানুষের৷
তালিকার নয় নম্বর স্থানে থাকবে সাইক্লোন ওটুবি৷ এটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে৷ ১৯৯১ সালের ৫ মে তৈরি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল বাংলাদেশে৷ সে বারে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৩৮ হাজার মানুষের৷
advertisement
4/11
এর পরের ঝড়টি আসলে টাইফুন৷ এটি ১৯৭৫ সালে আছড়ে পড়েছিল সুপার টাইফুন হয়ে, চিনে৷ ৫ অগাস্ট এটি ধ্বংসলীলা চালাতে শুরু করে৷ এর ফলে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৭১ হাজার মানুষের৷
এর পরের ঝড়টি আসলে টাইফুন৷ এটি ১৯৭৫ সালে আছড়ে পড়েছিল সুপার টাইফুন হয়ে, চিনে৷ ৫ অগাস্ট এটি ধ্বংসলীলা চালাতে শুরু করে৷ এর ফলে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৭১ হাজার মানুষের৷
advertisement
5/11
তালিকাট সপ্তম স্থানে রয়েছে আজ থেকে প্রায় ১২৫ আগে বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়া একটি ঘূর্ণিঝড়৷ ১৮৯৭ সালে এই ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে মৃত্যু হয় ১ লক্ষ ৭৫ হাজার মানুষের৷
তালিকাট সপ্তম স্থানে রয়েছে আজ থেকে প্রায় ১২৫ আগে বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়া একটি ঘূর্ণিঝড়৷ ১৮৯৭ সালে এই ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে মৃত্যু হয় ১ লক্ষ ৭৫ হাজার মানুষের৷
advertisement
6/11
ষষ্ঠ স্থানে যে ঝড়টি রয়েছে, সেটিও সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে৷ তবে সেটি প্রায় ১৪৫ বছর আগে, ১৮৭৬ সালে৷ আছড়ে পড়েছিল বাংলাদেশে৷ সে বারে মৃত্যু হয়েছিল ২ লক্ষ মানুষের৷
ষষ্ঠ স্থানে যে ঝড়টি রয়েছে, সেটিও সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে৷ তবে সেটি প্রায় ১৪৫ বছর আগে, ১৮৭৬ সালে৷ আছড়ে পড়েছিল বাংলাদেশে৷ সে বারে মৃত্যু হয়েছিল ২ লক্ষ মানুষের৷
advertisement
7/11
পরের ঝড়টি আরও প্রাচীন এক সময়ের ঝড়৷ প্রায়ে সাড়ে চারশো বছর আগে, ১৫৮২-৮৪ সালের মধ্যে একটি ভয়ানক ঝড় সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরেষ অবিভক্ত বাংলাদেশে সেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় আছড়ে পড়েছিল৷ মৃত্যু হয়েছিল ২ লক্ষ মানুষের৷
পরের ঝড়টি আরও প্রাচীন এক সময়ের ঝড়৷ প্রায়ে সাড়ে চারশো বছর আগে, ১৫৮২-৮৪ সালের মধ্যে একটি ভয়ানক ঝড় সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরেষ অবিভক্ত বাংলাদেশে সেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় আছড়ে পড়েছিল৷ মৃত্যু হয়েছিল ২ লক্ষ মানুষের৷
advertisement
8/11
তালিকা চতুর্থ স্থানে রয়েছে ভারতের কোরিঙ্গা এলাকা৷ সেখানে ১৮৩৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সাইক্লোন আছড়ে পড়ে৷ তাতে মৃত্যু হয় তিন লক্ষ মানুষের৷
তালিকা চতুর্থ স্থানে রয়েছে ভারতের কোরিঙ্গা এলাকা৷ সেখানে ১৮৩৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সাইক্লোন আছড়ে পড়ে৷ তাতে মৃত্যু হয় তিন লক্ষ মানুষের৷
advertisement
9/11
এর পরে, অর্থাৎ তৃতীয় স্থানে যে বিধ্বংসী ঝড়টি রয়েছে, সেটি আছড়ে পড়েছিল ভিয়েতনামে৷ এটির জন্ম পশ্চিম সাগরে৷ ১৮৮১ সালে এই ঝড়ের ধ্বংসলীলায় মৃত্যু হয়েছিল ৩ লক্ষ মানুষের৷
এর পরে, অর্থাৎ তৃতীয় স্থানে যে বিধ্বংসী ঝড়টি রয়েছে, সেটি আছড়ে পড়েছিল ভিয়েতনামে৷ এটির জন্ম পশ্চিম সাগরে৷ ১৮৮১ সালে এই ঝড়ের ধ্বংসলীলায় মৃত্যু হয়েছিল ৩ লক্ষ মানুষের৷
advertisement
10/11
তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে যে ঝড় দু’টি রয়েছে, সে দু’টিতেই ভারত -বাংলাদেশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল৷ দ্বিতীয় স্থানে যে ঝড়টি রয়েছে, সেটিকে বলা হয় হুগলি নদীর ঘূর্ণিঝড়৷ ১৭৩৭ সালে এই ঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে৷ সেই ঝড়ে অবিভক্ত বাংলার ৩ লক্ষ মানুষের প্রাণ যায়৷
তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে যে ঝড় দু’টি রয়েছে, সে দু’টিতেই ভারত -বাংলাদেশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল৷ দ্বিতীয় স্থানে যে ঝড়টি রয়েছে, সেটিকে বলা হয় হুগলি নদীর ঘূর্ণিঝড়৷ ১৭৩৭ সালে এই ঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে৷ সেই ঝড়ে অবিভক্ত বাংলার ৩ লক্ষ মানুষের প্রাণ যায়৷
advertisement
11/11
আর তালিকার প্রথমে রয়েছে যে ঝড়টিকে সেটি সকলে গ্রেট ভোলা সাইক্লোন নামে সকলে চেনেন৷ ১৯৭০ সালে ১২ নভেম্বর এই ঝড়টি আছড়ে পড়ে বাংলাদেশে৷ ইতিহাসের বিভিন্ন সূত্র মারফত জানা যায়, এই ঝড়ে কমপক্ষে ৩ লক্ষ মানুষের আর সবচেয়ে বেশি ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়৷
আর তালিকার প্রথমে রয়েছে যে ঝড়টিকে সেটি সকলে গ্রেট ভোলা সাইক্লোন নামে সকলে চেনেন৷ ১৯৭০ সালে ১২ নভেম্বর এই ঝড়টি আছড়ে পড়ে বাংলাদেশে৷ ইতিহাসের বিভিন্ন সূত্র মারফত জানা যায়, এই ঝড়ে কমপক্ষে ৩ লক্ষ মানুষের আর সবচেয়ে বেশি ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়৷
advertisement
advertisement
advertisement