চিনা হ্যাকাররা ফাঁদ পেতেছে বড়!‌ দেখে নিন কীভাবে বাঁচাবেন নিজের তথ্য

Last Updated:
এই কয়েকটি পদ্ধতি মেলে চললেই অনেকটা নিরাপদ আপনার ওয়েব দুনিয়ায় থাকা তথ্য।
1/6
• জাতীয় সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছে, চিনের হ্যাকররা ভারতের ওয়েব দুনিয়ায় হামলা চালাতে পারে। ‌‘ncov2019@gov.in’, এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে মূলত চিনা হ্যাকরারা হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। তাই এবার দেখে নিন ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করলে ওয়েব দুনিয়ায় আপনার তথ্য নিরাপদ থাকবে। (‌প্রতীকী ছবি)‌
• জাতীয় সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছে, চিনের হ্যাকররা ভারতের ওয়েব দুনিয়ায় হামলা চালাতে পারে। ‌‘ncov2019@gov.in’, এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে মূলত চিনা হ্যাকরারা হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। তাই এবার দেখে নিন ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করলে ওয়েব দুনিয়ায় আপনার তথ্য নিরাপদ থাকবে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
2/6
• যে কোনও ইমেল এলেই সঙ্গে সঙ্গে সেটি খুলে ‌দেখবেন না বা কোনও লিঙ্ক ক্লিক করবেন না। প্রাথমিকভাবে ই মেল আইডি টি ভাল করে দেখে নিন। ‘‌ফ্রি’‌, ‘‌অফার’–এই জাতীয় শব্দ ই মেলে থাকলে সন্দেহর যথেষ্ট কারণ রয়েছে। (‌প্রতীকী ছবি)‌
• যে কোনও ইমেল এলেই সঙ্গে সঙ্গে সেটি খুলে ‌দেখবেন না বা কোনও লিঙ্ক ক্লিক করবেন না। প্রাথমিকভাবে ই মেল আইডি টি ভাল করে দেখে নিন। ‘‌ফ্রি’‌, ‘‌অফার’–এই জাতীয় শব্দ ই মেলে থাকলে সন্দেহর যথেষ্ট কারণ রয়েছে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
3/6
• এই ধরনের ভুয়ো ই মেলে অ্যাটাচমেন্ট থাকে যা আপনার সিস্টেম হ্যাক করতে পারে। তাই এই ই মেল গুলি অ্যাটাচমেন্ট খুলবেন না। কারণ এগুলিতে থাকে বিশেষ ধরণের ম্যালওয়ার যেগুলি আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে ব্যাকগ্রাউন্ডে আপনার তথ্য চুরি করতে পারে। (‌প্রতীকী ছবি)‌
• এই ধরনের ভুয়ো ই মেলে অ্যাটাচমেন্ট থাকে যা আপনার সিস্টেম হ্যাক করতে পারে। তাই এই ই মেল গুলি অ্যাটাচমেন্ট খুলবেন না। কারণ এগুলিতে থাকে বিশেষ ধরণের ম্যালওয়ার যেগুলি আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে ব্যাকগ্রাউন্ডে আপনার তথ্য চুরি করতে পারে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
4/6
• অচেনা ঠিকানায় আপনার আর্থিক কোনও তথ্য পাঠাবেন না। আগে ভাল করে যাচাই করে নিন, তারপর তথ্য পাঠাবেন। (‌প্রতীকী ছবি)‌
• অচেনা ঠিকানায় আপনার আর্থিক কোনও তথ্য পাঠাবেন না। আগে ভাল করে যাচাই করে নিন, তারপর তথ্য পাঠাবেন। (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/6
• ই মেল মারফত কোনও কিছু ডাউনলোড করার আগে বা লেনদেনের আগে ভাল করে যাচাই করে নিন। দরকার হলে সংস্থাটির সম্পর্কে একবার গুগল সার্চ করে নিলে বা রিভিউ পড়ে নিলে কাজ অনেক সহজ হতে পারে। (‌প্রতীকী ছবি)‌
• ই মেল মারফত কোনও কিছু ডাউনলোড করার আগে বা লেনদেনের আগে ভাল করে যাচাই করে নিন। দরকার হলে সংস্থাটির সম্পর্কে একবার গুগল সার্চ করে নিলে বা রিভিউ পড়ে নিলে কাজ অনেক সহজ হতে পারে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
6/6
• কোনও সময় কোনও সন্দেহজনক ই মেল বা ইত্যাদি নজরে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন। সামান্যতম সন্দেহ হলেও আপনার খবর দেওয়া উচিত, কারণ তাতে অনেকে হয়ত বেঁচে যাবেন। (‌প্রতীকী ছবি)‌
• কোনও সময় কোনও সন্দেহজনক ই মেল বা ইত্যাদি নজরে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন। সামান্যতম সন্দেহ হলেও আপনার খবর দেওয়া উচিত, কারণ তাতে অনেকে হয়ত বেঁচে যাবেন। (‌প্রতীকী ছবি)‌
advertisement
advertisement
advertisement