বর্তমানে Facebook প্ল্যাটফর্মে এই ফিচার পরীক্ষা করে দেখছে Meta। সোশ্যাল মিডিয়া জায়ান্ট জানিয়েছে, এই ফিচারের সাহায্য একাধিক প্রোফাইল থেকে একাধিক গ্রুপেও যোগ দেওয়া (Join) যাবে। যেমন একটা প্রোফাইল থেকে সহকর্মীদের গ্রুপে আবার অন্য প্রোফাইল থেকে বন্ধুদের আড্ডায় যোগ দেওয়া যাবে। তবে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছেন ফেসবুকের মুখপাত্র লিওনার্ড লাম (Leonard Lam)। তিনি বলেছেন, ‘ব্যবহারকারীদের অভিজ্ঞতা, কোন বিষয়ে তাঁদের আগ্রহ এবং কাদের সঙ্গে তাঁরা যুক্ত হতে চান, এই সব বিষয়গুলো মাথায় রেখেই এই নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে Facebook। তবে একটা মূল অ্যাকাউন্ট রাখতেই হবে। তার সঙ্গেই যুক্ত হবে বাকি অ্যাকাউন্টগুলো। এটা আপাতত পরীক্ষা করে দেখা হচ্ছে।’
একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অতিরিক্ত প্রোফাইলগুলোতে ব্যবহারকারী তাঁর আসল নাম নাও রাখতে পারেন। ইচ্ছে মতো যে কোনও নাম বা কোনও স্বতন্ত্র নাম রাখারও অনুমতি দেবে Facebook। তবে নম্বর বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। Facebook স্পষ্ট জানিয়ে দিয়েছে, মূল অ্যাকাউন্টে ব্যবহারকারীকে আসল নামই দিতে হবে।
একইসঙ্গে Facebook এও জানিয়েছে যে, ব্যবহারকারীর অতিরিক্ত প্রোফাইলগুলিতে নিরাপত্তা এবং গোপনীয়তার নিয়ম কমবেশি একই থাকবে। ফেসবুকের নীতি এবং নির্দেশিকা মেনেই চলতে হবে। তবে প্রোফাইলগুলো যেন ছদ্মবেশে না থাকে। নিজের পরিচয়কে ভুল ভাবে উপস্থাপন করা যাবে না। অতিরিক্ত প্রোফাইল যদি ফেসবুকের নিয়ম লঙ্ঘন করে তবে সেগুলিকে সাসপেন্ড করা হবে না। তার প্রভাব সরাসরি পড়বে মূল অ্যাকাউন্টের উপর।