BSNL-এর সব থেকে সস্তার প্ল্যান এখন আরও বেশি সস্তা; জেনে নিন এক ঝলকে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক BSNL-এর এই প্রিপেড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে!
BSNL আবার তাদের বাজার ফিরে পাওয়ার জন্য নিয়ে আসছে একের পর এক নতুন অফার। কম দামে বেশি ইন্টারনেট ডেটার অফারের সঙ্গে সঙ্গে BSNL লঞ্চ করেছে কম দামের নানা ধরনের অফার। এবার তারা নিয়ে এল কম দামের প্রিপেড প্ল্যান অফার। কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের এই অফার আগেই লঞ্চ করা হয়েছিল। এখন আর দাম আবার কমানো হয়েছে। BSNL-এর ৫৬ টাকা, ৫৭ টাকা এবং ৫৮ টাকার প্রিপেড প্ল্যানের পরিবর্তন করা হয়েছে। তাদের ইউজারদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্য এই পরিবর্তন করা হয়েছে। তাদের এই নতুন প্রিপেড প্ল্যান এখন কেরল টেলিকম সার্কলে শুরু হলেও ধীরে ধীরে অন্যান্য সার্কলেও এটি শুরু করা হবে।
advertisement
BSNL-এর ৫৮ টাকার প্রিপেড প্ল্যান এখন ৫৭ টাকার করা হয়েছে। ৫৭ টাকার প্রিপেড প্ল্যান ৫৬ টাকার করা হয়েছে এবং ৫৬ টাকার প্রিপেড প্ল্যান ৫৪ টাকার করা হয়েছে। কোম্পানির তরফে এই সকল প্ল্যানের দাম কম করা হলেও এর ভ্যালিডিটি এবং অন্যান্য সুবিধা একই রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক BSNL-এর এই প্রিপেড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে!
advertisement
BSNL-এর ৫৪ টাকার প্রিপেড প্ল্যানে ৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে ইউজাররা ৫,৬০০ সেকেন্ডের টকটাইম পাবে। BSNL-এর ৫৬ টাকার প্রিপেড প্ল্যানে ১০ জিবি (GB) ডেটার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ইউজাররা জিং এন্টারটেইনমেন্ট মিউজিক (Zing Entertainment Music) অ্যাকসেস করতে পারবে। এই প্ল্যানে ১০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
advertisement
এছাড়াও BSNL-এর ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন করা হয়েছে। এতে ১৬০ দিনের বদলে এখন ইউজাররা ১৮০ দিনের ভ্যালিডিটি পাবে। এর ফলে ইউজাররা ২০ দিন বেশি এর সুবিধা পাবে। এছাড়াও এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রতি দিন ০.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। এতে প্রতি দিন ১০০ টি করে এসএমএস (SMS)-এর সুবিধা পাওয়া যাবে।
advertisement
উৎসবের মরসুমের কথা মাথায় রেখে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য BSNL-এর তরফে নিয়ে আসা হয়েছে এই কম দামের প্রিপেড প্ল্যান অফার। এই সকল অফারে ইন্টারনেট ডেটা, ভয়েস কলিং এবং এসএমএস-এর সুবিধাও রয়েছে। ইউজারদের কথা মাথায় রেখে প্রিপেড প্ল্যানগুলোর ভ্যালিডিটিও বাড়ানো হয়েছে। BSNL তাদের পুরনো জমি ফিরে পাওয়ার জন্য নিয়ে আসছে এই সব নতুন প্রিপেড প্ল্যান।