বহু বছর ধরেই ভারতের মতো গ্রীষ্ম প্রধান দেশে এয়ার কুলারের বিকল্প নেই। এয়ার কন্ডিশন মেশিনের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায় এয়ার কুলার এবং অনেকখানি বিদ্যুৎ সাশ্রয় করে। ফলে এর জনপ্রিয়তা এ দেশে আজও যথেষ্ট। একমাত্র সমস্যা এয়ার কুলারের লম্বা-চওড়া চেহারা। সে টুকুর সঙ্গে মানিয়ে নিতে পারলে এর মতো ভাল জিনিস আর নেই। এমনকী কিছু সমস্যা যা আগে তৈরি হত, যেমন জল বদলানো, অতিরিক্ত আর্দ্রতা প্রভৃতিও এখন তেমন সমস্যা করে না। উন্নত প্রযুক্তির কিছু ফিচার দেখে কিনতে পারলেই কেল্লা ফতে। তবে তাতে দাম খানিকটা বেশি পড়বে এ কথা সত্যি। এক নজরে দেখে নেওয়া যায় ১০ টি বিশেষ ফিচার যা এয়ার কুলারকে স্মার্ট করে তুলছে।
Humidity Control - অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় এয়ার কুলার কাজ করে না, এমনটা আগে শোনা যে। এমনকী এয়ার কুলার নিজে পরিবেশকে অতিরিক্ত আর্দ্র করে তোলে বলেও অভিযোগ। কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই সমস্যা আর নেই বললেই চলে। কারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারকারীকে আর্দ্রতা নিয়ন্ত্রণের সুযোগ দেয়। কতটা পরিমাণ জল কুলিং প্যাডে যাবে আবহাওয়া অনুযায়ী তা নিয়ন্ত্রণ করে পারেন ব্যবহারকারী।