Exciting Features of an Air Cooler: এয়ারকুলারে রয়েছে এই ১০ টি ফিচার? এ বার গরম কাছে ঘেঁষতে ভয় পাবে

Last Updated:
এক নজরে দেখে নেওয়া যায় ১০ টি বিশেষ ফিচার যা এয়ার কুলারকে স্মার্ট করে তুলছে
1/11
বহু বছর ধরেই ভারতের মতো গ্রীষ্ম প্রধান দেশে এয়ার কুলারের বিকল্প নেই। এয়ার কন্ডিশন মেশিনের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায় এয়ার কুলার এবং অনেকখানি বিদ্যুৎ সাশ্রয় করে। ফলে এর জনপ্রিয়তা এ দেশে আজও যথেষ্ট। একমাত্র সমস্যা এয়ার কুলারের লম্বা-চওড়া চেহারা। সে টুকুর সঙ্গে মানিয়ে নিতে পারলে এর মতো ভাল জিনিস আর নেই। এমনকী কিছু সমস্যা যা আগে তৈরি হত, যেমন জল বদলানো, অতিরিক্ত আর্দ্রতা প্রভৃতিও এখন তেমন সমস্যা করে না। উন্নত প্রযুক্তির কিছু ফিচার দেখে কিনতে পারলেই কেল্লা ফতে। তবে তাতে দাম খানিকটা বেশি পড়বে এ কথা সত্যি। এক নজরে দেখে নেওয়া যায় ১০ টি বিশেষ ফিচার যা এয়ার কুলারকে স্মার্ট করে তুলছে।
বহু বছর ধরেই ভারতের মতো গ্রীষ্ম প্রধান দেশে এয়ার কুলারের বিকল্প নেই। এয়ার কন্ডিশন মেশিনের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায় এয়ার কুলার এবং অনেকখানি বিদ্যুৎ সাশ্রয় করে। ফলে এর জনপ্রিয়তা এ দেশে আজও যথেষ্ট। একমাত্র সমস্যা এয়ার কুলারের লম্বা-চওড়া চেহারা। সে টুকুর সঙ্গে মানিয়ে নিতে পারলে এর মতো ভাল জিনিস আর নেই। এমনকী কিছু সমস্যা যা আগে তৈরি হত, যেমন জল বদলানো, অতিরিক্ত আর্দ্রতা প্রভৃতিও এখন তেমন সমস্যা করে না। উন্নত প্রযুক্তির কিছু ফিচার দেখে কিনতে পারলেই কেল্লা ফতে। তবে তাতে দাম খানিকটা বেশি পড়বে এ কথা সত্যি। এক নজরে দেখে নেওয়া যায় ১০ টি বিশেষ ফিচার যা এয়ার কুলারকে স্মার্ট করে তুলছে।
advertisement
2/11
Humidity Control - অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় এয়ার কুলার কাজ করে না, এমনটা আগে শোনা যে। এমনকী এয়ার কুলার নিজে পরিবেশকে অতিরিক্ত আর্দ্র করে তোলে বলেও অভিযোগ। কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই সমস্যা আর নেই বললেই চলে। কারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারকারীকে আর্দ্রতা নিয়ন্ত্রণের সুযোগ দেয়। কতটা পরিমাণ জল কুলিং প্যাডে যাবে আবহাওয়া অনুযায়ী তা নিয়ন্ত্রণ করে পারেন ব্যবহারকারী।
Humidity Control - অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় এয়ার কুলার কাজ করে না, এমনটা আগে শোনা যে। এমনকী এয়ার কুলার নিজে পরিবেশকে অতিরিক্ত আর্দ্র করে তোলে বলেও অভিযোগ। কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই সমস্যা আর নেই বললেই চলে। কারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারকারীকে আর্দ্রতা নিয়ন্ত্রণের সুযোগ দেয়। কতটা পরিমাণ জল কুলিং প্যাডে যাবে আবহাওয়া অনুযায়ী তা নিয়ন্ত্রণ করে পারেন ব্যবহারকারী।
advertisement
3/11
Auto Fill - কুলারে জল আছে কিনা দেখার জন্য এখন আর বার বার দেখার প্রয়োজন নেই। এয়ার কুলারের সঙ্গে জল সংযোগ নিশ্চিত করতে পারলেই সব দুশ্চিন্তার অবসান। নিজে থেকেই পরিমাণ মতো জল ভরে যাবে কুলারে।
Auto Fill - কুলারে জল আছে কিনা দেখার জন্য এখন আর বার বার দেখার প্রয়োজন নেই। এয়ার কুলারের সঙ্গে জল সংযোগ নিশ্চিত করতে পারলেই সব দুশ্চিন্তার অবসান। নিজে থেকেই পরিমাণ মতো জল ভরে যাবে কুলারে।
advertisement
4/11
Auto Drain - কুলারের জল পরিষ্কার করাও এক সময় মাথাব্যথার কারণ ছিল। জমা অপরিষ্কার জলে ডেঙ্গির মশা জন্মাত। ঘরের পরিবেশ হয়ে উঠত অস্বাস্থ্যকর। এখন কিন্তু অটো ড্রেনেজের ব্যবস্থা-সহ কুলার কিনতে পাওয়া যায়।
Auto Drain - কুলারের জল পরিষ্কার করাও এক সময় মাথাব্যথার কারণ ছিল। জমা অপরিষ্কার জলে ডেঙ্গির মশা জন্মাত। ঘরের পরিবেশ হয়ে উঠত অস্বাস্থ্যকর। এখন কিন্তু অটো ড্রেনেজের ব্যবস্থা-সহ কুলার কিনতে পাওয়া যায়।
advertisement
5/11
Mosquito or insect Net - মশা, মাছি ঢুকে গিয়ে যাতে যন্ত্রের ভিতর গোলমাল পাকাতে না পারে, সে জন্য এখন বিশেষ জাল লাগানো থাকে এয়ার কুলারের গায়ে।
Mosquito or insect Net - মশা, মাছি ঢুকে গিয়ে যাতে যন্ত্রের ভিতর গোলমাল পাকাতে না পারে, সে জন্য এখন বিশেষ জাল লাগানো থাকে এয়ার কুলারের গায়ে।
advertisement
6/11
Wifi connectivity - এয়ার কুলার এখন যথেষ্ট স্মার্ট। তাই Wifi কানেক্টিভিটি-সহ এয়ার কুলারও পাওয়া যায়। যার সাহায্যে কুলার চালানো বা বন্ধ করা বা মোড বদলানোর মতো কাজ করা যায় নিজের স্মার্টফোন থেকেই।
Wifi connectivity - এয়ার কুলার এখন যথেষ্ট স্মার্ট। তাই Wifi কানেক্টিভিটি-সহ এয়ার কুলারও পাওয়া যায়। যার সাহায্যে কুলার চালানো বা বন্ধ করা বা মোড বদলানোর মতো কাজ করা যায় নিজের স্মার্টফোন থেকেই।
advertisement
7/11
Alexa বা Google Assistant - অত্যাধুনিক এয়ার কুলার কণ্ঠস্বরের নির্দেশ পালন করতেও সক্ষম। বেশ কিছু আধুনিক এয়ার কুলারে রয়েছে Amazon Alexa বা Google assistance, যা ব্যবহারকারীর কথিত নির্দেশ পালন করতে সাহায্য করে।
Alexa বা Google Assistant - অত্যাধুনিক এয়ার কুলার কণ্ঠস্বরের নির্দেশ পালন করতেও সক্ষম। বেশ কিছু আধুনিক এয়ার কুলারে রয়েছে Amazon Alexa বা Google assistance, যা ব্যবহারকারীর কথিত নির্দেশ পালন করতে সাহায্য করে।
advertisement
8/11
৭. PM 2.5 filter - কোনও কোনও এয়ারকুলার ভিতরে PM 2.5 filter রয়েছে যা বাইরের পরিবেশ পরিচ্ছন্ন, ধুলো মুক্ত রাখতে সাহায্য করে।
৭. PM 2.5 filter - কোনও কোনও এয়ারকুলার ভিতরে PM 2.5 filter রয়েছে যা বাইরের পরিবেশ পরিচ্ছন্ন, ধুলো মুক্ত রাখতে সাহায্য করে।
advertisement
9/11
৮. Touch Button - বেশ কিছু এয়ার কুলারে টাচ বাটন কন্ট্রোল থাকছে আজকাল। মূলত যে সব কুলারে রিমোট কন্ট্রোল থাকে, তাদের ক্ষেত্রেই এই টাচ বাটন দেখা যায়।
৮. Touch Button - বেশ কিছু এয়ার কুলারে টাচ বাটন কন্ট্রোল থাকছে আজকাল। মূলত যে সব কুলারে রিমোট কন্ট্রোল থাকে, তাদের ক্ষেত্রেই এই টাচ বাটন দেখা যায়।
advertisement
10/11
Motor overload protection - এটিও একটি বিশেষ আধুনিক ব্যবস্থাপনা যাতে কুলারের মোটোর খারাপ না হয়ে যায়। আসলে কখনও বিদ্যুতের সমস্যা হলে মোটোরে ঝাকুনি লাগে, আবার কুলারে জল ফুরিয়ে গেলেও সমস্যা তৈরি হতে পারে। তা থেকে বাঁচতেই এই ব্যবস্থা।
Motor overload protection - এটিও একটি বিশেষ আধুনিক ব্যবস্থাপনা যাতে কুলারের মোটোর খারাপ না হয়ে যায়। আসলে কখনও বিদ্যুতের সমস্যা হলে মোটোরে ঝাকুনি লাগে, আবার কুলারে জল ফুরিয়ে গেলেও সমস্যা তৈরি হতে পারে। তা থেকে বাঁচতেই এই ব্যবস্থা।
advertisement
11/11
Temperature display - এয়ার কন্ডিশন মেশিনের মতো আধুনিক কুলারেও থাকে তাপমাত্রা প্রদর্শনের ব্যবস্থা। অর্থাৎ, এই মুহূর্তে ঘরের তাপমাত্রা ঠিক কত, তা দেখিয়ে দেয় কুলার।
Temperature display - এয়ার কন্ডিশন মেশিনের মতো আধুনিক কুলারেও থাকে তাপমাত্রা প্রদর্শনের ব্যবস্থা। অর্থাৎ, এই মুহূর্তে ঘরের তাপমাত্রা ঠিক কত, তা দেখিয়ে দেয় কুলার।
advertisement
advertisement
advertisement