OnePlus 13 Launched: বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর-সহ লঞ্চ হল OnePlus 13, জেনে নিন দাম
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus 13 launched: সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করল OnePlus, রয়েছে 24GB RAM, 100W চার্জিং, অন্যান্য ফিচার ও দাম দেখে নিন
advertisement
OnePlus 13-এর স্পেসিফিকেশন: OnePlus 13-এ 6.82 ইঞ্চির 2K রেজোলিউশন বিশিষ্ট LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস 4500 নিটস। এতে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহৃত হয়েছে। দেওয়া হয়েছে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ অপশন, এই সব বৈশিষ্টই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির মধ্যে OnePlus 13-কে করে তুলেছে অনন্য।
advertisement
ক্যামেরা সেটআপের দিক থেকে OnePlus 13-এর জুড়ি নেই। এতে 50 MP-এর মেইন ক্যামেরা তো রয়েছেই। সঙ্গে 50 MP-এর পেরিস্কোপিক ক্যামেরা এবং 50MP-এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেওয়া হয়েছে। সেলফির জন্য রয়েছে 32MP-এর ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে 6000mAh-এর ব্যাটারি রয়েছে, যা 100W ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
advertisement
advertisement
OnePlus 13-এর দাম: চিনে OnePlus 13-এর চারটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে, যার দাম রাখা হয়েছে 4,499 ইউয়ান। ভারতীয় মুদ্রায় ৫৩,২০০ টাকা। 12GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,899 ইউয়ান, ভারতীয় মুদ্রায় এর দাম ৫৭,৯০০ টাকা। 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,299 ইউয়ান। ভারতীয় মুদ্রায় ৬২,৬০০ টাকা।
advertisement
প্রিমিয়াম ভ্যারিয়েন্টের দাম সবচেয়ে বেশি। এতে রয়েছে 24GB RAM এবং 1TB স্টোরেজ। চিনে এর দাম 5,999 ইউয়ান। ভারতীয় মুদ্রায় প্রায় ৭০,৯০০ টাকা। আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে OnePlus 13। টেক বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী বৈশিষ্ট্য এবং বড় ব্যাটারি ব্যাকআপের সঙ্গে প্রিমিয়াম ইউজারদের জন্য ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ডিভাইস আদর্শ। তবে বিশ্ববাজারে OnePlus 13 খুব শীঘ্রই লঞ্চ হবে বলে জানা গেলেও, দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। এখন স্মার্টফোনপ্রেমীদের অপেক্ষার প্রহর গোণার পালা।