WhatsApp Ban: আর WhatsApp নয়, এখন থেকে শুধুমাত্র Vlad's App-ই ব্যবহার করতে পারবেন রাশিয়ানরা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Ban: গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক এবং প্রযুক্তিগত প্রভাব-সহ একটি পদক্ষেপ গ্রহণ করে রাশিয়া নিজস্ব সরকার দ্বারা প্রস্তুত মেসেজিং অ্যাপ Vlad’s App চালু করতে চলেছে।
যাঁরা হামেশাই বিদেশে ভ্রমণ করেন, সেই সঙ্গে WhatsApp অথবা Telegram ব্যবহার করেন, তাঁদের জন্য রাশিয়া থেকে এসেছে এক গুরুত্বপূর্ণ খবর। এর ফলে রাশিয়ার অভ্যন্তরে ডিজিটাল কমিউনিকেশনের আমূল পরিবর্তন আসতে চলেছে। গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক এবং প্রযুক্তিগত প্রভাব-সহ একটি পদক্ষেপ গ্রহণ করে রাশিয়া নিজস্ব সরকার দ্বারা প্রস্তুত মেসেজিং অ্যাপ Vlad’s App চালু করতে চলেছে। সেই সঙ্গে তারা WhatsApp এবং Telegram-এর মতো বিশ্বব্যাপী মেসেজিং জায়ান্টগুলির উপর রাশ টানার কিংবা সম্ভাব্য নিষিদ্ধকরণের পরিকল্পনাও করছে।
advertisement
রাশিয়ায় চালু হতে চলা এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে। এই অ্যাপটি একটি সার্বভৌম ডিজিটাল ইকোসিস্টেম প্রতিষ্ঠা এবং দেশের অভ্যন্তরে তথ্য প্রবাহের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। ইতিমধ্যে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ State Duma-র ছাড়পত্র পেয়েছে এই প্রস্তাব। বর্তমানে উচ্চকক্ষে চূড়ান্ত অনুমোদন এবং প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষর পাওয়ার অপেক্ষায় রয়েছে।
advertisement
রাশিয়ান কর্তৃপক্ষের মতে, সাধারণ মেসেজিংয়েরও উর্ধ্বে চলে যাবে এই Vlad’s App। WhatsApp অথবা Telegram-এর থেকে একেবারেই আলাদা এই প্ল্যাটফর্মটি স্টেট এবং মিউনিসিপ্যাল ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে গভীর ভাবে সংযুক্ত থাকবে। ব্যবহারকারীরা নিজেদের সম্মতিক্রমে ডিজিটাল ভাবে চুক্তি স্বাক্ষর করতে, পণ্য ও পরিষেবার জন্য অর্থ প্রদান করতে, শিক্ষামূলক পোর্টালগুলিতে অ্যাক্সেস করতে এবং ব্যক্তিগত তথ্য ভাগ করে নিতে সক্ষম হবেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
Duma-র তথ্য নীতি কমিটির চেয়ারপার্সন Sergei Boyarsky বলেন যে, অসুরক্ষিত বিদেশি মেসেঞ্জারের জায়গা নেবে এই অ্যাপ। তিনি এটিকে রাশিয়ার ডিজিটাল সার্বভৌমত্বের প্রচেষ্টার চূড়ান্ত অংশ হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা এবং পশ্চিমের সঙ্গে সাইবার-নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির পর থেকে যা তীব্রতর হয়েছে।
advertisement
WhatsApp এবং Telegram দেশ জুড়ে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। তবে কীভাবে এবার রাশিয়ানরা অনলাইনে যোগাযোগ করবেন, সেই বিষয়ে আমূল পরিবর্তন আনবে এর উপর রাশিয়ার সম্ভাব্য নিষেধাজ্ঞা। এর পাশাপাশি এটিকে বিদেশি প্ল্যাটফর্মগুলি থেকে বিচ্ছিন্ন করার একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে, যেগুলিকে ক্রেমলিন নিরাপত্তার ঝুঁকি অথবা প্রভাবের হাতিয়ার হিসেবে দেখে।
advertisement