Redmi 12: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ফাটাফাটি ফিচার, বাজারে আসছে Redmi 12! দামও বাজেটের মধ্যে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
১২ হাজার টাকার এই ফোনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওযা যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
ভারতের বাজারে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের ফোন রয়েছে। প্রায় সকল মোবাইল কোম্পানির পছন্দের জায়গা হল ভারতের বাজার। ভারতের বাজারে দামি ফোনের সঙ্গে সঙ্গে বাজেট ফোনেরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে। কারণ এই ধরনের বাজেট ফোনের চাহিদা খুবই বেশি। সেই কথা মাথায় রেখে Xiaomi খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এই বাজেট ফোন। ১২ হাজার টাকার এই ফোনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। এক নজরে দেখে নেওযা যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
দীর্ঘদিন ধরে আলোচনায় থাকার পর অবশেষে Xiaomi তাদের Redmi 12 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোন থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে। এটি একটি বাজেট রেঞ্জের ফোন, যাতে ৫০MP ক্যামেরা এবং ভাল প্রসেসর দেওয়া হয়েছে। ভারতে এই ফোন কবে লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার।
advertisement
থাইল্যান্ডে Redmi 12 ফোনের ৮GB + ১২৮GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে TBH 5,299 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫১৬ টাকা। অন্য দিকে, Redmi 12 ফোনের ৮ GB RAM ও ১২৮ GB স্টোরেজ এবং ৮ GB RAM ও ২৫৬ GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করা হয়নি। এটি কালো, নীল এবং সিলভার রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।
advertisement
advertisement
advertisement








