Mobile Phone Addiction: মাত্র তিন দিনেই চমক! স্মার্টফোনের ব্যবহার কমালেই বদলে যাবে মেজাজ, মিলবে খুশি থাকার রসদ! বলছে সমীক্ষা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Mobile Phone Addiction: মোবাইল ফোন অযথা স্ক্রোলিং করা। এটা এখন যেন সবার অভ্যাস হয়ে গেছে। আট থেকে আশি- সবাই এই নেশায় আসক্ত।
advertisement
advertisement
advertisement
এটা ছিল এক ধরণের মানসিক পরীক্ষা। কিন্তু গবেষণার ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। তিন দিন পর ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (fMRI)-এর মাধ্যমে তাঁদের মস্তিষ্কের স্ক্যান করা হয়। দেখা যায়, ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপের ফলে মস্তিষ্কের যে অংশ আকাঙ্খা বা পুরস্কার পাওয়ার আশা নিয়ন্ত্রণ করে, সেই অংশে বড় ধরণের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন মাদক বা অ্যালকোহল আসক্তির মতোই মস্তিষ্কে প্রভাব ফেলে।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনদিন পর অংশগ্রহণকারীদের fMRI স্ক্যান করা হয়। দেখানো হয় বিভিন্ন ছবি। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি চালু এবং বন্ধ স্মার্টফোনের ছবি। ফলাফলে দেখা যায়, স্মার্টফোন কম ব্যবহার করার ফলে মস্তিষ্কের ডোপামিন ও সেরোটোনিন সংশ্লিষ্ট অংশে পরিবর্তন এসেছে। এই দুটি নিউরোট্রান্সমিটার মেজাজ, আবেগ ও আসক্তি নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত।
advertisement