Nothing Phone (1) Review: মিডরেঞ্জ সেগমেন্টে এটাই সেরা? কেনার আগেই জানুন স্পেশিফিকেশন

Last Updated:
Nothing Phone (1) Review: বাজারে এল বহু প্রতীক্ষিত Nothing Phone (1), কোথায় পাবেন, দাম কত? জানুন বিস্তারিত
1/7
বাজারে আসার আগেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। জল্পনাও ছিল তুঙ্গে। অবশেষে আত্মপ্রকাশ করল Nothing Phone 1 স্মার্টফোন। এর মিড রেঞ্জ ৪০,০০০ টাকা। তবে এই সেগমেন্টে শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। অন্য স্মার্টফোনের থেকে নিজেকে আলাদা করে তুলতে Nothing Phone 1 হাজির হয়েছে অনন্য এলইডি (LED) লাইটিং নিয়ে। যা, যথেষ্ট চমকপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সঙ্গে রয়েছে ‘সেপারেট ব্যাক প্যানেল’। পাশাপাশি ক্লিন সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতাও পাবেন গ্রাহক। (Image Credit: News18/ Debashis Sarkar)
বাজারে আসার আগেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। জল্পনাও ছিল তুঙ্গে। অবশেষে আত্মপ্রকাশ করল Nothing Phone 1 স্মার্টফোন। এর মিড রেঞ্জ ৪০,০০০ টাকা। তবে এই সেগমেন্টে শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। অন্য স্মার্টফোনের থেকে নিজেকে আলাদা করে তুলতে Nothing Phone 1 হাজির হয়েছে অনন্য এলইডি (LED) লাইটিং নিয়ে। যা, যথেষ্ট চমকপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সঙ্গে রয়েছে ‘সেপারেট ব্যাক প্যানেল’। পাশাপাশি ক্লিন সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতাও পাবেন গ্রাহক। (Image Credit: News18/ Debashis Sarkar)
advertisement
2/7
Nothing Phone 1-এ রয়েছে ৩টি র্যায়ম এবং একটি স্টোরেজ। আপাতত দু’টি রঙে পাওয়া যাচ্ছে— সাদা এবং কালো। Nothing Phone 1-কে স্বচ্ছ (Transparent) বলে দাবি করা হয়েছিল শুরু থেকেই। কিন্তু বাস্তবে ততখানি সাহসী হতে পারেনি Nothing।
Nothing Phone 1-এ রয়েছে ৩টি র্যায়ম এবং একটি স্টোরেজ। আপাতত দু’টি রঙে পাওয়া যাচ্ছে— সাদা এবং কালো। Nothing Phone 1-কে স্বচ্ছ (Transparent) বলে দাবি করা হয়েছিল শুরু থেকেই। কিন্তু বাস্তবে ততখানি সাহসী হতে পারেনি Nothing।
advertisement
3/7
আসলে স্মার্টফোনটির পিছনের কাচের প্যানেলের ভিতর একটা কেসিং রয়েছে। যার ফলে এই ফোন একটি স্বচ্ছ চেহারা পেয়েছে। তবে Nothing Phone 1 কেনা ঠিক হবে কিনা তা বোঝার জন্য এর বৈশিষ্ট সম্পর্কে বিশদে জানা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি— (Image Credit: News18/ Debashis Sarkar)
আসলে স্মার্টফোনটির পিছনের কাচের প্যানেলের ভিতর একটা কেসিং রয়েছে। যার ফলে এই ফোন একটি স্বচ্ছ চেহারা পেয়েছে। তবে Nothing Phone 1 কেনা ঠিক হবে কিনা তা বোঝার জন্য এর বৈশিষ্ট সম্পর্কে বিশদে জানা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি— (Image Credit: News18/ Debashis Sarkar)
advertisement
4/7
এই স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এর অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ৬০ এইচজেড থেকে ১২০ এইচজেড পর্যন্ত। ​মোট তিনটি কনফিগারেশনে Nothing Phone 1 লঞ্চ করা হয়েছে। ৮ জিবি র‍্যাম সঙ্গে ১২৮ জিবি স্টোরেজের Nothing Phone 1-এর দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের Nothing Phone 1 ফোনের দাম ৩৫,৯৯৯ টাকা। ১২৫ জিবি র‍্যাম সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের Nothing Phone 1 পাওয়া যাচ্ছে ৩৮,৯৯৯ টাকায়।(Image Credit: News18/ Debashis Sarkar)
এই স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এর অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ৬০ এইচজেড থেকে ১২০ এইচজেড পর্যন্ত। ​মোট তিনটি কনফিগারেশনে Nothing Phone 1 লঞ্চ করা হয়েছে। ৮ জিবি র‍্যাম সঙ্গে ১২৮ জিবি স্টোরেজের Nothing Phone 1-এর দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের Nothing Phone 1 ফোনের দাম ৩৫,৯৯৯ টাকা। ১২৫ জিবি র‍্যাম সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের Nothing Phone 1 পাওয়া যাচ্ছে ৩৮,৯৯৯ টাকায়।(Image Credit: News18/ Debashis Sarkar)
advertisement
5/7
এর সঙ্গে প্রতিটি হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮+ এসওসি দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে লাগানো হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫। রয়েছে ডুয়েল ক্যামেরা। সঙ্গে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর। ৪k ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ক্যামেরা।(Image Credit: News18/ Debashis Sarkar)
এর সঙ্গে প্রতিটি হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮+ এসওসি দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে লাগানো হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫। রয়েছে ডুয়েল ক্যামেরা। সঙ্গে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর। ৪k ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ক্যামেরা।(Image Credit: News18/ Debashis Sarkar)
advertisement
6/7
চলতি মাসের ২১ জুলাই সন্ধ্যা ৭ টা থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ Nothing Phone 1 কিনতে পারবেন গ্রাহকরা। তবে ফোনের সঙ্গে চার্জার পাওয়া যাবে না। সেটা আলাদা করে কিনতে হবে। (Image Credit: News18/ Debashis Sarkar)
চলতি মাসের ২১ জুলাই সন্ধ্যা ৭ টা থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ Nothing Phone 1 কিনতে পারবেন গ্রাহকরা। তবে ফোনের সঙ্গে চার্জার পাওয়া যাবে না। সেটা আলাদা করে কিনতে হবে। (Image Credit: News18/ Debashis Sarkar)
advertisement
7/7
চার্জারের দাম রাখা হয়েছে ১৪৯৯ টাকা। পাওয়া যাবে শুধু সাদা রঙের। ক্লিয়ার চার্জিং কেসের দামও একই, ১৪৯৯ টাকা। গ্লাস প্রোটেক্টরও কিনতে হবে। তার দাম পড়বে ৯৯৯ টাকা। Nothing ফোনের সঙ্গে এই সব কটাই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।(Image Credit: News18/ Debashis Sarkar)
চার্জারের দাম রাখা হয়েছে ১৪৯৯ টাকা। পাওয়া যাবে শুধু সাদা রঙের। ক্লিয়ার চার্জিং কেসের দামও একই, ১৪৯৯ টাকা। গ্লাস প্রোটেক্টরও কিনতে হবে। তার দাম পড়বে ৯৯৯ টাকা। Nothing ফোনের সঙ্গে এই সব কটাই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।(Image Credit: News18/ Debashis Sarkar)
advertisement
advertisement
advertisement