বাজারে আসার আগেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। জল্পনাও ছিল তুঙ্গে। অবশেষে আত্মপ্রকাশ করল Nothing Phone 1 স্মার্টফোন। এর মিড রেঞ্জ ৪০,০০০ টাকা। তবে এই সেগমেন্টে শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। অন্য স্মার্টফোনের থেকে নিজেকে আলাদা করে তুলতে Nothing Phone 1 হাজির হয়েছে অনন্য এলইডি (LED) লাইটিং নিয়ে। যা, যথেষ্ট চমকপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সঙ্গে রয়েছে ‘সেপারেট ব্যাক প্যানেল’। পাশাপাশি ক্লিন সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতাও পাবেন গ্রাহক। (Image Credit: News18/ Debashis Sarkar)
এই স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এর অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ৬০ এইচজেড থেকে ১২০ এইচজেড পর্যন্ত। মোট তিনটি কনফিগারেশনে Nothing Phone 1 লঞ্চ করা হয়েছে। ৮ জিবি র্যাম সঙ্গে ১২৮ জিবি স্টোরেজের Nothing Phone 1-এর দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের Nothing Phone 1 ফোনের দাম ৩৫,৯৯৯ টাকা। ১২৫ জিবি র্যাম সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের Nothing Phone 1 পাওয়া যাচ্ছে ৩৮,৯৯৯ টাকায়।(Image Credit: News18/ Debashis Sarkar)