অবিশ্বাস্য! এই প্রথম প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই সেলে গ্রাহকেরা Samsung গ্যালাক্সি ফোনের উপরে প্রায় ৫৭ শতাংশ ছাড় পেয়ে যাবেন।
Samsung কমিয়ে দিল তার ফোনের দাম। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart-এর ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলের জন্য তাদের প্রিমিয়াম ফোনের দাম অনেকটাই কমিয়ে বিক্রি করছে সংস্থা। Flipkart-এ শুরু বিগ বিলিয়ন ডেজ সেলে। এই সেলে গ্রাহকেরা Samsung গ্যালাক্সি ফোনের উপরে প্রায় ৫৭ শতাংশ ছাড় পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে Samsung গ্যালাক্সি এস ২১, এফই ৫জি, গ্যালাক্সি এস ২২ প্লাস, গ্যালাক্সি এফ ১৩ এবং গ্যালাক্সি এফ ২৩ ৫জি ফোন।
advertisement
advertisement
জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা Flipkart-এর বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung galaxy S21 FE 5G ফোন পাওয়া যাবে মাত্র ৩১,৯৯৯ টাকায়। এমনিতে বাজারে এই Samsung গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের দাম ৭৪,৯৯৯ টাকা। Samsung গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে রয়েছে ওআইএস ক্যামেরা যুক্ত ডুয়াল রেকর্ডিং। Samsung গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। এ ছাড়াও Samsung গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে রয়েছে আইপি৬৮ এবং ওয়াটার রেসিসট্যান্ট।
advertisement
পাশাপাশি Samsung গ্যালাক্সি এস ২২ প্লাস ফোন পাওয়া যাবে মাত্র ৫৯,৯৯৯ টাকায়। এমনিতে বাজারে Samsung গ্যালাক্সি এস ২২ প্লাস ফোনের দাম ৮৪,৯৯৯ টাকা। Samsung গ্যালাক্সি এস ২২ প্লাস ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এ ছাড়াও Samsung গ্যালাক্সি এস ২২ প্লাস ফোনে ব্যবহার করা হয়েছে প্রো গ্রেড ট্রিপল ক্যামেরা সিস্টেম।
advertisement
advertisement