৩০ হাজার টাকার বাজেটে সেরা স্মার্টফোন ! দেখে নিন তালিকা
Last Updated:
এক নজরে দেখে নিন ৩০,০০০ টাকার মধ্যে সেরা ৮টি স্মার্টফোন
advertisement
Redmi K20 Pro - এই ফোনের দাম শুরু হচ্ছে মাত্র 27,999 টাকা থেকে। এই ফোনে রয়েছে 6.39-ইঞ্চি AMOLED Full-HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 855 প্রসেসর। ছবি তোলার জন্য রয়েছে ট্রিপেল ক্যামেরা সেটআপ - 48 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল। সেলফির জন্য রয়েছে 20 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
advertisement
Galaxy A70-এ ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Infinity-U ডিসপ্লে। ফোনের ভীতরে রয়েছে 4,500mAh ব্যাটারি, সাথে থাকছে সুপার চার্জিং টেকনোলজি। ফোনটির ভীরতে রয়েছে ওকটা-কোর Qualcomm Snapdragon 675 প্রসেসর। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, তার মধ্যে একটি 32 মেগাপিক্সেল - f/1.7 লেন্স। আর একটি 8 মেগাপিক্সেল - f/2.2 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 5 মেগাপিক্সেল দেপ্ত সেসর লেন্স। সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেল সেন্সর। দাম- 28,990 টাকা ।
advertisement
OnePlus 6T এখনও একটি ফ্ল্যাগশিপ ফোনের মতো। এই মুহূর্তে ফোনটির দাম 27,999 টাকা। এই ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 845 প্রসেসর অ্যান্ড রয়েছে 6.41-ইঞ্চি অপটিক Full-HD+ AMOLED ডিসপ্লে। ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ - 16 মেগাপিক্সেল আর 20 মেগাপিক্সেল। সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেল।
advertisement
advertisement
এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে, ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। Honor View 20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার। সাথে থাকছে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। Honor View 20 তে সেলফি তোলার জন্য রয়েছে একটি 25MP ক্যামেরাা। দাম - 27,999 টাকা
advertisement
advertisement