গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Asus-এর লেটেস্ট স্মার্টফোন Asus 6Z। আজ, বুধবার দুপুর 12 টা থেকে Flipkart -এ বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোনের।
2/ 11
একে Asus ZenFone 6-ও বলা যেতে পারে। প্রথমে ঠিক ছিল যে ZenFone 6 নামেই ভারতেও লঞ্চ হবে এই ফোন কিন্তু দিল্লি হাইকোর্টের বাধার পর কোম্পানি ফোনটিকে Asus 6Z নামে লঞ্চ করেছে।
3/ 11
এই ফোনের প্রধান আকর্ষণ এর ফ্লিপ ক্যামেরা। একটা ক্যামেরা সেটই ব্যবহার করে পিছনে ও সামনের ছবি তোলা যাবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে।
4/ 11
ভারতে Asus 6Z-এর দাম শুরু হচ্ছে 31,999 টাকা থেকে। বেশ মডেলে রয়েছে 6GB RAM/ 64GB স্টোরেজ। 6GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা আর GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা।
5/ 11
ডুয়াল সিম Asus 6Z ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Zen UI 6। কোম্পানি এটাও জানিয়ে দিয়েছে যে Android Q আর Android R আপডেটও পাবে এই ফোন।
6/ 11
এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফিও তুলতে পারবে। এর ফলে ডিসপ্লেতে নেই কোনও নচ। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। প্রটেকশনের জন্য রয়েছে Corning Gorilla Glass 6।
7/ 11
ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 প্রসেসর, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। আরও থাকছে Adreno 640 GPU।
8/ 11
6Z এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সুটারের সাথে Sony IMX586 সেন্সার, f/1.79 লেন্স। রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (125-degree)। রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।
9/ 11
6Z ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
10/ 11
এই ফোনে থকাছে 3.5mm অডিও জ্যাক, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, USB Type-C, NFC, Wi-Fi, Bluetooth 5.0 আর LED নোটিফিকেশন লাইট।
11/ 11
দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন - মিডনাইট ব্ল্যাক আর টোয়াইলাইট সিলভার।