Knowledge Story: বলুন তো 'গুগল' এর আসল নাম কী? Google নাম কী ভাবে হয়েছিল? জন্মদিনে চমকে দেওয়া তথ্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: 'গুগল' বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত। কিন্তু জানেন কি এই সার্চ ইঞ্জিনের নাম আসলে গুগল নয়! বরং ভুলবশতই পাওয়া এই নাম...
গুগল ইন্টারনেট জগতের সবচেয়ে বড় নাম। আজ প্রায় প্রতিটি মানুষের অন্যতম প্রয়োজন ও অভ্যাসে পরিণত হয়েছে এই সার্চ ইঞ্জিন। কোনও কিছুর উত্তর না জানা থাকলে গুগলে সার্চ করে খুঁজে পেতে পারেন যে কেউ। ১৯৯৮ সালে শুরু হয়েছিল এই সার্চ ইঞ্জিনের যাত্রা যা আজ গোটা বিশ্বকে তার আঙুলে নাচিয়ে চলেছে।
advertisement
আজ ২৫ বছর পূর্ণ করেছে গুগল। অর্থাৎ এককথায় তারুণ্যে টগবগে তেজি ঘোড়া এই সার্চ ইঞ্জিন। আজ একটি বিশেষ ধরনের ডুডল তৈরি করে তার জন্মদিন উদযাপন করছে 'গুগল'৷ এই ডুডলে (G25gle) বিশেষ কায়দায় নাম লেখা দেখা যাচ্ছে আজ।
advertisement
উল্ল্যেখ্য, গত ২৫ বছরে গুগল হয়ে উঠেছে ইন্টারনেট জগতের এককথায় রাজা। গুগলের নাম আজ প্রতিটি শিশুর ঠোঁটে। এটি বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত।
advertisement
কিন্তু জানেন কি এই সার্চ ইঞ্জিনের নাম গুগল নয়, বরং ভুলবশতই পাওয়া এই নাম। গুগলের ২৫তম জন্মদিনে, আসুন জেনে নেওয়া যাক গুগলের নাম সম্পর্কে একটি মজার গল্প।
advertisement
গুগল কী ভাবে পেয়েছে তার নাম? আসলে, আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করা দুই ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মিলে এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেন। তারা দুজনেই ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে 'গুগল' চালু করেন। যখন সার্চ ইঞ্জিন তৈরি করা হয় তখন এর নাম দেওয়া হয় BackRub। কিন্তু কোম্পানির নাম রেজিস্ট্রেশনের সময়, উভয়ই সিদ্ধান্ত নেন যে তারা GOOGOL নামে কোম্পানিটি নিবন্ধন করবে।
advertisement
GOOGOL গণিতের একটি পরিভাষা যার অর্থ ১ এবং ০০ অর্থাৎ ১০০। কিন্তু নিবন্ধন করার সময় বানান ভুলের কারণে এর নাম GOOGOL-এর পরিবর্তে Google হয়ে যায়।
advertisement
'গুগল' শব্দটি বলা এবং লেখা দুটোই খুব সহজ ছিল। যে কারণে এটি মানুষের মুখে মুখে খুব সহজেই পৌঁছে যায়। বর্তমান সময়ে গুগল এতটাই জনপ্রিয় যে ইন্টারনেটে কিছু সার্চ করার কথা বললেও তারা বলে শুধু গুগল কর।
advertisement
গুগলের অন্যান্য পরিষেবা গুগল শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন হিসাবে পরিচিত নয়, এটি আরও অনেক পরিষেবা প্রদান করে। আজ জি মেইল আকারে গুগল বিশ্বের বৃহত্তম মেইলিং পরিষেবাগুলির মধ্যে একটি। এছাড়াও, ইউটিউব বিশ্বের বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এটিও গুগলের একটি অংশ।
advertisement
শুধু তাই নয়, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ এমনকি স্মার্টফোন চালানোর জন্য ব্যবহৃত অ্যান্ড্রয়েড ওএসও গুগলের অন্তর্গত। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও প্রতিষ্ঠানটি দ্রুত এগিয়ে চলেছে। প্রযুক্তি সংস্থাটি গুগল বার্ড এআই চালু করেছে, যা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট পরিষেবা। আমেরিকার জায়ান্ট টেক কোম্পানি অ্যালফাবেট গুগলের মালিক।
advertisement
শুরু হয়েছিল ৪ সেপ্টেম্বর তাহলে জন্মদিন কেন ২৭ সেপ্টেম্বর? গুগল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল, তবে এর জন্মদিন প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালিত হয়। এর পিছনেও রয়েছে বড় কারণ। প্রকৃতপক্ষে, প্রাথমিক দিকে কয়েক বছর এই সংস্থাটি ৪ সেপ্টেম্বরই তার জন্মদিন পালন করত।
advertisement