টোটো কেমন গাড়ি, ভারতকে চিনিয়েছিলেন ইনি! তাঁর জন্য সংসার চলছে বহু মানুষের
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Toto- এখন রাস্তা জুড়ে টোটো। অনেকেই বিরক্ত। যানজট হচ্ছে। তবে সুবিধেও হয়েছে বিস্তর, সেটাও অস্বীকার করা যায় না। বিশেষ করে স্বল্প দূরত্বের জন্য তো আদর্শ যান হল এই টোটো।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনিল এমনই। তাঁর মাথায় সারাক্ষণ নতুন নতুন উদ্ভাবনের চিন্তা ঘুরপাক খায়। শুধু ই-রিকশা নয়, অ্যালকোহল চালিত স্টোভও তৈরি করেছেন তিনি। এটা কেরোসিন চালিত এবং আধুনিক কুকিং স্টোভগুলোর চেয়ে শুধু অনেক ভাল নয়, দামেও সস্তা। নিত্য নতুন আবিষ্কার নিয়ে মেতে থাকেন অনিল। তাঁর নামে ৭টি পেটেন্ট রয়েছে। মহাত্মা গান্ধিকে আদর্শ মানেন। ২০২২ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্র সরকার। তবে কোনওদিনই সেভাবে প্রচারে আসেননি। আজও খুব কম লোকই অনিল কুমার রাজবংশীকে চেনেন। তাঁর ই-রিকশা উদ্ভাবনের খোঁজ রাখেন।