Iphone: সেকেন্ড হ্যান্ড iPhone কিনতে চাইছেন? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই নয়! জেনে নিন বিশদে
- Published by:Salmali Das
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Iphone: এদিকে নতুন iPhone আসার সময় প্রায় হয়ে গিয়েছে। ফলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যবহার করা পুরনো iPhone-ও চলে আসবে।
advertisement
advertisement
advertisement
advertisement
আসল ডিসপ্লে আছে কি না, তা যাচাই:iPhone-এর সবথেকে সার্ভিসযোগ্য অংশ হল ডিসপ্লে এবং ব্যাটারি। iPhone-এর ডিসপ্লেতে কারচুপি করা হয়েছে কি না, তা পরীক্ষা করার সর্বোত্তম সম্ভাব্য উপায় হল - এর TrueTone capability পরীক্ষা করা। সেই সঙ্গে দেখে নিতে হবে, Face ID (যা iPhone X অথবা নতুন মডেলগুলিতে পাওয়া যায়) কাজ করছে কি না!
advertisement
ব্যাটারি আসল কি না, তা যাচাই:ডিসপ্লে-র মতোই ব্যাটারি আসল কি না, তা পরীক্ষা করে নিতে হবে। যদিও ব্যবহার করা iPhone-এ ব্যাটারি হেলথ তেমন ভাল থাকে না। তবে যদি iPhone-এ কোনও ব্যাটারি হেলথ সংক্রান্ত স্টেটাস না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, এতে রয়েছে নকল ব্যাটারি। তবে ব্যাটারি হেলথ ৮০ শতাংশের উপরে কি না, তা দেখে কেনাই ভাল!
advertisement