Indian Railways RailOne App Benefits: যাত্রীদের জন্য বড় সুখবর! টিকিট বুকিং, রিফান্ড থেকে খাবার-রেলের সব পরিষেবা পাবেন নতুন RailOne অ্যাপে, পাবেন ডিসকাউন্টও
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Railways: ফোনে এই একটিমাত্র অ্যাপ থাকলেই সমস্ত সমস্যার সমাধান হবে চোখের নিমেষে। আসলে টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডার দেওয়া এমনকী অভিযোগ দায়ের করাও সম্ভব হবে এই সিঙ্গেল অ্যাপের মাধ্যমে।
রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একটি নতুন সুপারঅ্যাপ চালু করল ভারতীয় রেল। যার নাম RailOne। ফোনে এই একটিমাত্র অ্যাপ থাকলেই সমস্ত সমস্যার সমাধান হবে চোখের নিমেষে। আসলে টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডার দেওয়া এমনকী অভিযোগ দায়ের করাও সম্ভব হবে এই সিঙ্গেল অ্যাপের মাধ্যমে। বেশ আধুনিক এই অ্যাপটি। তবে RailOne অ্যাপের এই ৫টি উপযোগিতা সম্পর্কে একবার জেনে নিলে ট্রেন যাত্রা হবে ঝঞ্ঝাটমুক্ত। তাহলে সেই বিষয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক। RailOne অ্যাপের ৫টি সুবিধা কী কী?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোথায় মিলবে এই অ্যাপ? যাত্রী বা গ্রাহকরা Google Play Store এবং Apple App Store থেকে ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি। বর্তমানে এটি অবশ্য বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি সকলেই ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি। CRIS (Centre for Railway Information Systems) এই RailOne অ্যাপটি তৈরি করেছে। আর IRCTC-র সঙ্গে এই অ্যাপটির লিঙ্ক থাকবে।