আনম্যাপড ভোটারদের শুনানি শেষ হলেই শুরু হবে লজিক্যাল ডেসক্রিপন্সির তালিকায় থাকা ভোটারদের শুনানি। প্রথম দফায় লজিক্যাল ডেসক্রিপ্যান্সির মধ্যে থাকা একই নামে ছয় জন বা তার বেশি ভোটারের নাম পাওয়া গেছে তাদের শুনানির জন্য ডাকা হবে। প্রায় ২৪ লক্ষ ভোটার এর নাম এই তালিকায় আছে। আনম্যাপড ভোটারদের শুনানি যখন শেষ হবে জেলায় জেলায় তারপর থেকেই লজিক্যাল ডেসক্রিপন্সির মধ্যে এই তালিকায় থাকা ভোটারদের শুনানি শুরু হবে। সেখান থেকে যাদের তথ্যে গরমিল থাকবে তাদের নাম বাদ যেতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যই এই শুনানি পর্বের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে বলেই কমিশন সূত্রে খবর।
Last Updated: Jan 02, 2026, 21:13 IST


