বিপদের মুখে লক্ষ লক্ষ মানুষ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করল সরকার! নিরাপদ থাকতে কী করবেন?

Last Updated:
দেশের সমস্ত ব্যবহারকারীদের সাবধান করার কাজ সঁপে দেওয়া হয়েছে CERT-In-এর কাঁধে। এই সতর্কতামূলক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে Qualcomm-এর।
1/7
সম্প্রতি একটি বড়সড় সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে ভারত সরকারের তরফে। আর এই সতর্কবার্তা একাধিক Qualcomm চিপসেট দ্বারা চালিত Android ডিভাইসগুলির ক্ষেত্রে প্রযোজ্য। দেশের সমস্ত ব্যবহারকারীদের সাবধান করার কাজ সঁপে দেওয়া হয়েছে Indian Computer Emergency Response Team (CERT-In)-এর কাঁধে। এই সতর্কতামূলক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে Qualcomm-এর। যা প্রথম পেয়েছিল এবং রিপোর্ট করেছে Google-এর Threat Analysis Group।
সম্প্রতি একটি বড়সড় সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে ভারত সরকারের তরফে। আর এই সতর্কবার্তা একাধিক Qualcomm চিপসেট দ্বারা চালিত Android ডিভাইসগুলির ক্ষেত্রে প্রযোজ্য। দেশের সমস্ত ব্যবহারকারীদের সাবধান করার কাজ সঁপে দেওয়া হয়েছে Indian Computer Emergency Response Team (CERT-In)-এর কাঁধে। এই সতর্কতামূলক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে Qualcomm-এর। যা প্রথম পেয়েছিল এবং রিপোর্ট করেছে Google-এর Threat Analysis Group।
advertisement
2/7
 নিরাপত্তা সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, লেটেস্ট ভার্সন আপডেট করার সঙ্গে সঙ্গে হামলাকারীরা সংবেদনশীল তথ্য আর পাবে না। সেই সঙ্গে তারা ব্যবহারকারীর ফোনে যথেচ্ছ ভাবে কোডও দিতে পারবে না।
নিরাপত্তা সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, লেটেস্ট ভার্সন আপডেট করার সঙ্গে সঙ্গে হামলাকারীরা সংবেদনশীল তথ্য আর পাবে না। সেই সঙ্গে তারা ব্যবহারকারীর ফোনে যথেচ্ছ ভাবে কোডও দিতে পারবে না।
advertisement
3/7
এই মাসের সিকিউরিটি বুলেটিনে হাই সিভিয়ারিটি রেটিং ছিল। তাতে বর্ণনা করা হয়েছে যে, Qualcomm চিপসেট দ্বারা চালিত ফোন, GPU, Wi-Fi মোডেম এবং আরও নানা ডিভাইসে একাধিক বিপদের আশঙ্কা রিপোর্ট করা হয়েছে। ওই নোটে বলা হয়েছে যে, Qualcomm চিপসেটগুলি উন্নত সংযোগ, এআই এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা-সহ বিভিন্ন ডিভাইসকে ক্ষমতা প্রদান করে। আর এই সমস্ত Qualcomm প্রোডাক্টে একাধিক বিপদের আশঙ্কা শনাক্ত করা হয়েছে।
এই মাসের সিকিউরিটি বুলেটিনে হাই সিভিয়ারিটি রেটিং ছিল। তাতে বর্ণনা করা হয়েছে যে, Qualcomm চিপসেট দ্বারা চালিত ফোন, GPU, Wi-Fi মোডেম এবং আরও নানা ডিভাইসে একাধিক বিপদের আশঙ্কা রিপোর্ট করা হয়েছে। ওই নোটে বলা হয়েছে যে, Qualcomm চিপসেটগুলি উন্নত সংযোগ, এআই এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা-সহ বিভিন্ন ডিভাইসকে ক্ষমতা প্রদান করে। আর এই সমস্ত Qualcomm প্রোডাক্টে একাধিক বিপদের আশঙ্কা শনাক্ত করা হয়েছে।
advertisement
4/7
Qualcomm-এর তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত হ্যান্ডসেট পার্টনার, এন্ড কনজিউমার এবং এন্টারপ্রাইস ডিভিশনগুলিকে এই সম্ভাব্য বিপদের তালিকা প্রদান করেছে তারা। এর পাশাপাশি সংস্থার তরফে Snapdragon চিপসেট এবং মোডেম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যও ভাগ করে নেওয়া হয়েছে। আসলে অনেক সময় Snapdragon চিপসেট এবং মোডেমও এই বিপদের মুখে পড়েছে। আর এক্ষেত্রেও অবিলম্বে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
Qualcomm-এর তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত হ্যান্ডসেট পার্টনার, এন্ড কনজিউমার এবং এন্টারপ্রাইস ডিভিশনগুলিকে এই সম্ভাব্য বিপদের তালিকা প্রদান করেছে তারা। এর পাশাপাশি সংস্থার তরফে Snapdragon চিপসেট এবং মোডেম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যও ভাগ করে নেওয়া হয়েছে। আসলে অনেক সময় Snapdragon চিপসেট এবং মোডেমও এই বিপদের মুখে পড়েছে। আর এক্ষেত্রেও অবিলম্বে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
advertisement
5/7
সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা এই তথ্যের সমাধান করেছে। আর জানা গিয়েছে যে, Snapdragon 480+ 5G, Snapdragon 662, 8 Gen 2, এমনকী ২০২৪ ফ্ল্যাগশিপ 8 Gen 3-এর মতো জনপ্রিয় চিপসেটগুলিও ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত চিপসেটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা এই তথ্যের সমাধান করেছে। আর জানা গিয়েছে যে, Snapdragon 480+ 5G, Snapdragon 662, 8 Gen 2, এমনকী ২০২৪ ফ্ল্যাগশিপ 8 Gen 3-এর মতো জনপ্রিয় চিপসেটগুলিও ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত চিপসেটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
6/7
ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছে May 2025 সিকিউরিটি আপডেট চলে আসার কথা। আর এই আপডেটগুলি বিপদ বা আশঙ্কার বিষয়টা সামলাতে পারবে। আর সেই সঙ্গে সম্ভাব্য হ্যাকিংয়ের বিপদের হাত থেকে ব্যবহারকারীর ডিভাইসকে সুরক্ষিত রাখতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা লেটেসস্ট ভার্সনে আপডেট করতে পারেন নিম্নলিখিত উপায়ে:
ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছে May 2025 সিকিউরিটি আপডেট চলে আসার কথা। আর এই আপডেটগুলি বিপদ বা আশঙ্কার বিষয়টা সামলাতে পারবে। আর সেই সঙ্গে সম্ভাব্য হ্যাকিংয়ের বিপদের হাত থেকে ব্যবহারকারীর ডিভাইসকে সুরক্ষিত রাখতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা লেটেসস্ট ভার্সনে আপডেট করতে পারেন নিম্নলিখিত উপায়ে:
advertisement
7/7
১. প্রথমে Settings-এ যেতে হবে। ২. তারপর স্ক্রোল ডাউন করে System Updates-এ যেতে হবে। ৩. এবার নতুন আপডেট এসেছে কি না, সেটা দেখতে হবে। ৪. এরপর নতুন ভার্সন ইনস্টল করতে হবে। ৫. এবার ডিভাইস রিবুট করে নিলেই হল!
১. প্রথমে Settings-এ যেতে হবে। ২. তারপর স্ক্রোল ডাউন করে System Updates-এ যেতে হবে। ৩. এবার নতুন আপডেট এসেছে কি না, সেটা দেখতে হবে। ৪. এরপর নতুন ভার্সন ইনস্টল করতে হবে। ৫. এবার ডিভাইস রিবুট করে নিলেই হল!
advertisement
advertisement
advertisement