বিপদের মুখে লক্ষ লক্ষ মানুষ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করল সরকার! নিরাপদ থাকতে কী করবেন?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
দেশের সমস্ত ব্যবহারকারীদের সাবধান করার কাজ সঁপে দেওয়া হয়েছে CERT-In-এর কাঁধে। এই সতর্কতামূলক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে Qualcomm-এর।
সম্প্রতি একটি বড়সড় সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে ভারত সরকারের তরফে। আর এই সতর্কবার্তা একাধিক Qualcomm চিপসেট দ্বারা চালিত Android ডিভাইসগুলির ক্ষেত্রে প্রযোজ্য। দেশের সমস্ত ব্যবহারকারীদের সাবধান করার কাজ সঁপে দেওয়া হয়েছে Indian Computer Emergency Response Team (CERT-In)-এর কাঁধে। এই সতর্কতামূলক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে Qualcomm-এর। যা প্রথম পেয়েছিল এবং রিপোর্ট করেছে Google-এর Threat Analysis Group।
advertisement
advertisement
এই মাসের সিকিউরিটি বুলেটিনে হাই সিভিয়ারিটি রেটিং ছিল। তাতে বর্ণনা করা হয়েছে যে, Qualcomm চিপসেট দ্বারা চালিত ফোন, GPU, Wi-Fi মোডেম এবং আরও নানা ডিভাইসে একাধিক বিপদের আশঙ্কা রিপোর্ট করা হয়েছে। ওই নোটে বলা হয়েছে যে, Qualcomm চিপসেটগুলি উন্নত সংযোগ, এআই এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা-সহ বিভিন্ন ডিভাইসকে ক্ষমতা প্রদান করে। আর এই সমস্ত Qualcomm প্রোডাক্টে একাধিক বিপদের আশঙ্কা শনাক্ত করা হয়েছে।
advertisement
Qualcomm-এর তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত হ্যান্ডসেট পার্টনার, এন্ড কনজিউমার এবং এন্টারপ্রাইস ডিভিশনগুলিকে এই সম্ভাব্য বিপদের তালিকা প্রদান করেছে তারা। এর পাশাপাশি সংস্থার তরফে Snapdragon চিপসেট এবং মোডেম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যও ভাগ করে নেওয়া হয়েছে। আসলে অনেক সময় Snapdragon চিপসেট এবং মোডেমও এই বিপদের মুখে পড়েছে। আর এক্ষেত্রেও অবিলম্বে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
advertisement
advertisement
advertisement