সাইবার জালিয়াতি রুখতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার, বন্ধ হবে লক্ষ লক্ষ ফোন নম্বর
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
New Spam Blocker For International Calls: আন্তর্জাতিক স্প্যাম কলে জেরবার? নতুন স্প্যাম ট্র্যাকিং সিস্টেম আনল কেন্দ্র, কী কী সুবিধা মিলবে দেখুন
জালিয়াতি রুখতে বড় উদ্যোগ। ভারতীয় ফোন নম্বরের আড়ালে আন্তর্জাতিক কল শনাক্ত এবং ব্লক করতে নতুন স্প্যাম ট্র্যাকিং সিস্টেম আনল কেন্দ্র সরকার। মঙ্গলবার এই ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১.৩৫ কোটি স্পুফ কল চিহ্নিত করে ব্লক করা হয়েছে। গ্রাহকের কাছে পৌঁছনোর আগেই টেলিকম পরিষেবা প্রদানকারীরা কলগুলিকে ব্লক করেছে।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই ভারতীয় মোবাইল নম্বর (+৯১)-কে হাতিয়ার করে স্পুফড কলের মাধ্যমে সাইবার জালিয়াতি চালিয়ে আসছে আন্তর্জাতিক স্ক্যামাররা। এই নিয়ে জেরবার গ্রাহকরা। এই সমস্যার সমাধানেই ‘ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফড কল প্রিভেনশন সিস্টেম’ নিয়ে এসেছে কেন্দ্র সরকার। আগামীদিনে +৯১ নম্বর থেকে এই ধরণের স্পুফড কল উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
এমনকী ডট বা ট্রাই আধিকারিক সেজে ফোন করে মোবাইল সংযোগ কেটে দেওয়ার হুমকি, ডিজিটাল গ্রেফতারি, ক্যুরিয়ারে মাদক দ্রব্য পাঠানো, সেক্স র্যাকেট চালানোর মতো ঘটনাও সামনে এসেছে। এরপরই আসরে নামে ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস এবং টিএসপিএস। দুই সংস্থা যৌথভাবে এই সিস্টেম তৈরি করেছে যাতে গ্রাহকের কাছে পৌঁছনোর আগেই আন্তর্জাতিক স্পুফড কল শনাক্ত করে ব্লক করা যায়।
advertisement
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, “সরকারের সবরকমভাবে চেষ্টা করলেও হয়ত দেখা গেল প্রতারকরা অন্য কোনও ভাবে সফল হয়ে গেল। সে ক্ষেত্রে এমন ফোনের জন্য গ্রাহক সঞ্চার সাথীর চক্ষু ফেসিলিটিতে এই ধরণের জালিয়াতির রিপোর্ট করতে পারেন।” চক্ষুতে সাইবার জালিয়াতি নিয়ে রিপোর্ট করা যায়। তৎক্ষণাত ব্যবস্থাও নেয় কর্তৃপক্ষ। এটি সাইবার জালিয়াতি থেকে নাগরিকদের রক্ষা করার জন্য ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনসের আরও একটি পদক্ষেপ। এই সিস্টেমও আন্তর্জাতিক ইনকামিং স্পুফ কল ব্লক করে এবং শনাক্ত করে।