Xiaomi's Robot Dog: Xiaomi-র এই রোবট কুকুর দেখে অবাক হবেন, কাজ করছে মালিকের কথামতো!

Last Updated:
Xiaomi CyberDog: রোবট কুকুর। একেবারে আপনার বাড়ির পোষ্যর মতো। দাম কত! কী কী কাজ করবে এই কুকুর!
1/6
Xiaomi গোটা বিশ্বে স্মার্ট ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরির জন্য জনপ্রিয়। তাদের তৈরি সাইবারডগ (CyberDog) এবার Mobile World Congres (MWC) 2022-এ সবাইকে অবাক করেছে। বাড়ির পোষ্য কুকুর নয়। তবে এটি একটি ওপেন সোর্স রোবট। এটি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে।
Xiaomi গোটা বিশ্বে স্মার্ট ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরির জন্য জনপ্রিয়। তাদের তৈরি সাইবারডগ (CyberDog) এবার Mobile World Congres (MWC) 2022-এ সবাইকে অবাক করেছে। বাড়ির পোষ্য কুকুর নয়। তবে এটি একটি ওপেন সোর্স রোবট। এটি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে।
advertisement
2/6
২০২১ সালের অগাস্ট মাসে এই রোবট কুকুর প্রথম দেখা গিয়েছিল। রোবট কুকুরটিকে তৈরি করা হয়েছে, এনভিডিয়া জেটসন জেভিয়ার এনএক্স এআই এজ কম্পিউটিং প্ল্যাটফর্ম (Nvidia Jetson Xavier NX AI edge computing platform) দ্বারা। এই প্ল্যাটফর্ম সার্ভো মোটরের (Servo Motors) সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে মিলবে 32Nm টর্ক এবং 220rpm রোটেশনের শক্তি।
২০২১ সালের অগাস্ট মাসে এই রোবট কুকুর প্রথম দেখা গিয়েছিল। রোবট কুকুরটিকে তৈরি করা হয়েছে, এনভিডিয়া জেটসন জেভিয়ার এনএক্স এআই এজ কম্পিউটিং প্ল্যাটফর্ম (Nvidia Jetson Xavier NX AI edge computing platform) দ্বারা। এই প্ল্যাটফর্ম সার্ভো মোটরের (Servo Motors) সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে মিলবে 32Nm টর্ক এবং 220rpm রোটেশনের শক্তি।
advertisement
3/6
Xiaomi দাবি করেছে, সাইবারডগ পিছনে ওল্টাতে পারে, কমপ্লেক্স মোশন ও নানা রকমের অঙ্গবিন্যাস করতে পারে। ঘণ্টায় গতি প্রায় ১১ কিলোমিটার। রয়েছে ১১টি সেন্সর। দৃষ্টিশক্তির জন্য রয়েছে এমবেডেড ক্যামেরা। মালিকের কথা মতো কাজ করতে পারবে। রয়েছে ভয়েস কমান্ড বুঝতে পারার সক্ষমতা।
Xiaomi দাবি করেছে, সাইবারডগ পিছনে ওল্টাতে পারে, কমপ্লেক্স মোশন ও নানা রকমের অঙ্গবিন্যাস করতে পারে। ঘণ্টায় গতি প্রায় ১১ কিলোমিটার। রয়েছে ১১টি সেন্সর। দৃষ্টিশক্তির জন্য রয়েছে এমবেডেড ক্যামেরা। মালিকের কথা মতো কাজ করতে পারবে। রয়েছে ভয়েস কমান্ড বুঝতে পারার সক্ষমতা।
advertisement
4/6
সাইবার ডগ নিজের পরিবেশ বিশ্লেষণ করতে পারবে। ভয়েস চিনতে পারবে। এটি দেখতে একেবারে বাড়ির পোষা কুকুরের মতো।
সাইবার ডগ নিজের পরিবেশ বিশ্লেষণ করতে পারবে। ভয়েস চিনতে পারবে। এটি দেখতে একেবারে বাড়ির পোষা কুকুরের মতো।
advertisement
5/6
Xiaomi সাইবারডগে তিনটি USB-C এবং একটি HDMI পোর্ট থাকবে। এতে চাইলে অতিরিক্ত ক্যামেরা, LiDAR সেন্সর লাগাতে পারবেন।
Xiaomi সাইবারডগে তিনটি USB-C এবং একটি HDMI পোর্ট থাকবে। এতে চাইলে অতিরিক্ত ক্যামেরা, LiDAR সেন্সর লাগাতে পারবেন।
advertisement
6/6
এখনও পর্যন্ত ১০০০টি সাইবার ডগ বিক্রি করে ফেলেছে শাওমি। ভারতীয় টাকায় এর দাম পড়বে ৭ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মতো।
এখনও পর্যন্ত ১০০০টি সাইবার ডগ বিক্রি করে ফেলেছে শাওমি। ভারতীয় টাকায় এর দাম পড়বে ৭ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মতো।
advertisement
advertisement
advertisement