AC-র গ্যাস ফুরিয়েছে কি না বোঝা যায় ঘরে বসেই, সহজ উপায়! মেকানিক বোকা বানাতে পারবে না

Last Updated:
সির গ্যাস ফুরিয়ে গেলে অনেক সময় কম্প্রেসার চললেই খুব শব্দ হয়। তখনই দেখতে হবে, এসির আউটলেট পাইপে বরফ জমছে কি না! অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে। এগুলি কিন্তু এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত।
1/6
আপনার ঘরের এসি-র গ্যাস ফুরিয়েছে। গ্যাস রিফিল করতে হবে! এমন কথা অনেকেই মেকানিকের কাছ থেকে শুনেছেন হয়তো! গ্যাস রিফিল করতে খরচ বেশ ভালই। অনেক সময় অসৎ মেকানিকরা গ্রাহককে বোকা বানিয়ে টাকা নেয়।
আপনার ঘরের এসি-র গ্যাস ফুরিয়েছে। গ্যাস রিফিল করতে হবে! এমন কথা অনেকেই মেকানিকের কাছ থেকে শুনেছেন হয়তো! গ্যাস রিফিল করতে খরচ বেশ ভালই। অনেক সময় অসৎ মেকানিকরা গ্রাহককে বোকা বানিয়ে টাকা নেয়।
advertisement
2/6
এসি-র গ্যাস আদৌ ফুরিয়েছে কি না জানা যায় ঘরে বসেই। খুব সহজ উপায় রয়েছে। জানা থাকলে কোনও অসৎ মেকানিক আপনাকে আর বোকা বানাতে পারবে না। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, সত্যিই কি এসি-র গ্যাস ফুরিয়েছে!
এসি-র গ্যাস আদৌ ফুরিয়েছে কি না জানা যায় ঘরে বসেই। খুব সহজ উপায় রয়েছে। জানা থাকলে কোনও অসৎ মেকানিক আপনাকে আর বোকা বানাতে পারবে না। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, সত্যিই কি এসি-র গ্যাস ফুরিয়েছে!
advertisement
3/6
এপ্রিলের শুরু থেকেই গরম পড়ছে বেশ। এখন অনেক বাড়িতেই এসি অন হয়ে গিয়েছে। রোজ ৬ থেকে ৮ ঘণ্টা চলছে এসি। আচ্ছা, গরমের আগে এসি একবার সার্ভিস করে নিয়েছেন তো!
এপ্রিলের শুরু থেকেই গরম পড়ছে বেশ। এখন অনেক বাড়িতেই এসি অন হয়ে গিয়েছে। রোজ ৬ থেকে ৮ ঘণ্টা চলছে এসি। আচ্ছা, গরমের আগে এসি একবার সার্ভিস করে নিয়েছেন তো!
advertisement
4/6
অনেক সময় দেখা যায়, এসি অন করার পরও ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকতে হয়। অসৎ মেকানিক হলে ভুল বুঝিয়ে আপনার থেকে টাকা নিতে পারে। মূলত ঠাণ্ডা হাওয়া না বেরনোর অন্যতম কারণ হতে পারে গ্যাস ফুরিয়ে যাওয়া।
অনেক সময় দেখা যায়, এসি অন করার পরও ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকতে হয়। অসৎ মেকানিক হলে ভুল বুঝিয়ে আপনার থেকে টাকা নিতে পারে। মূলত ঠাণ্ডা হাওয়া না বেরনোর অন্যতম কারণ হতে পারে গ্যাস ফুরিয়ে যাওয়া।
advertisement
5/6
এসির গ্যাস ফুরিয়েছে কিনা তা আপনি নিজেই চেক করে নিতে পারবেন।  এসি অন করার পর ঠান্ডা হাওয়া না বেরোলে আগে চেক করতে হবে গ্যাস ফুরিয়েছে কি না!
এসির গ্যাস ফুরিয়েছে কিনা তা আপনি নিজেই চেক করে নিতে পারবেন। এসি অন করার পর ঠান্ডা হাওয়া না বেরোলে আগে চেক করতে হবে গ্যাস ফুরিয়েছে কি না!
advertisement
6/6
এসির গ্যাস ফুরিয়ে গেলে অনেক সময় কম্প্রেসার চললেই খুব শব্দ হয়। তখনই দেখতে হবে, এসির আউটলেট পাইপে বরফ জমছে কি না! অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে। এগুলি কিন্তু এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত।
এসির গ্যাস ফুরিয়ে গেলে অনেক সময় কম্প্রেসার চললেই খুব শব্দ হয়। তখনই দেখতে হবে, এসির আউটলেট পাইপে বরফ জমছে কি না! অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে। এগুলি কিন্তু এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত।
advertisement
advertisement
advertisement