Dooars: ডুয়ার্সের হটস্পট লুপ পুলে ঘুরতে যাবেন! 'এই' নিয়ম না মানলেই বিরাট অঙ্কের জরিমানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars: লুপপুল থেকে লিস নদীর সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা। সবুজ পাহাড়, শীতল হাওয়া আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নতুন এই সেতু ভ্রমণপিপাসুদের কাছে যেন এক টানটান আকর্ষণ।
*পুজোয় ডুয়ার্সের ট্রেন্ডিং স্পট 'লুপপুল' ভ্রমণে যাওয়ার প্ল্যান রয়েছে? প্রশাসনের এইসব নির্দেশিকা না মানলেই পড়তে হবে ফ্যাসাদে! কালিম্পং জেলার অন্তর্গত হলেও ডুয়ার্সের খুব কাছেই তৈরি হয়েছে এই অনন্য 'লুপপুল'। পাহাড়ি রাস্তায় সাপের মতো বাঁক নিয়ে এগিয়ে চলা এই সেতু পর্যটকদের টানছে বিশেষভাবে। দূর থেকে দেখলেই তার নকশা যেন ছবির মতো লাগে। এই নতুন ঠিকানা পুজোর ভিড় জমিয়েছে উত্তরবঙ্গে।
advertisement
advertisement
advertisement
advertisement