Dooars: ডুয়ার্সের হটস্পট লুপ পুলে ঘুরতে যাবেন! 'এই' নিয়ম না মানলেই বিরাট অঙ্কের জরিমানা

Last Updated:
Dooars: লুপপুল থেকে লিস নদীর সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা। সবুজ পাহাড়, শীতল হাওয়া আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নতুন এই সেতু ভ্রমণপিপাসুদের কাছে যেন এক টানটান আকর্ষণ।
1/5
*পুজোয় ডুয়ার্সের ট্রেন্ডিং স্পট 'লুপপুল' ভ্রমণে যাওয়ার প্ল্যান রয়েছে? প্রশাসনের এইসব নির্দেশিকা না মানলেই পড়তে হবে ফ্যাসাদে! কালিম্পং জেলার অন্তর্গত হলেও ডুয়ার্সের খুব কাছেই তৈরি হয়েছে এই অনন্য 'লুপপুল'। পাহাড়ি রাস্তায় সাপের মতো বাঁক নিয়ে এগিয়ে চলা এই সেতু পর্যটকদের টানছে বিশেষভাবে। দূর থেকে দেখলেই তার নকশা যেন ছবির মতো লাগে। এই নতুন ঠিকানা পুজোর ভিড় জমিয়েছে উত্তরবঙ্গে।
*পুজোয় ডুয়ার্সের ট্রেন্ডিং স্পট 'লুপপুল' ভ্রমণে যাওয়ার প্ল্যান রয়েছে? প্রশাসনের এইসব নির্দেশিকা না মানলেই পড়তে হবে ফ্যাসাদে! কালিম্পং জেলার অন্তর্গত হলেও ডুয়ার্সের খুব কাছেই তৈরি হয়েছে এই অনন্য 'লুপপুল'। পাহাড়ি রাস্তায় সাপের মতো বাঁক নিয়ে এগিয়ে চলা এই সেতু পর্যটকদের টানছে বিশেষভাবে। দূর থেকে দেখলেই তার নকশা যেন ছবির মতো লাগে। এই নতুন ঠিকানা পুজোর ভিড় জমিয়েছে উত্তরবঙ্গে।
advertisement
2/5
*নিরাপত্তার জন্য কড়া নিয়ম ভিড় সামলাতে ও দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কিছু বিধিনিষেধ জারি করেছে। লুপপুলের উপর গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা বা সেলফি তোলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। একসঙ্গে বেশি সংখ্যক গাড়ি উঠতে দেওয়া হচ্ছে না। পর্যটকদের অনুরোধ করা হয়েছে নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব দিতে।
*নিরাপত্তার জন্য কড়া নিয়ম ভিড় সামলাতে ও দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কিছু বিধিনিষেধ জারি করেছে। লুপপুলের উপর গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা বা সেলফি তোলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। একসঙ্গে বেশি সংখ্যক গাড়ি উঠতে দেওয়া হচ্ছে না। পর্যটকদের অনুরোধ করা হয়েছে নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব দিতে।
advertisement
3/5
*সেতুর শেষে রাখা হয়েছে বিশেষ চা-কফি জোন ও খাবারের স্টল। পর্যটকরা সেখানে দাঁড়িয়ে সহজেই লুপপুলের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারবেন। উপর থেকে তাকালে দেখা যায় নীচ দিয়ে বয়ে চলা লিস নদীর অপূর্ব দৃশ্য। প্রকৃতিপ্রেমীদের জন্য এ যেন এক বাড়তি উপহার।
*সেতুর শেষে রাখা হয়েছে বিশেষ চা-কফি জোন ও খাবারের স্টল। পর্যটকরা সেখানে দাঁড়িয়ে সহজেই লুপপুলের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারবেন। উপর থেকে তাকালে দেখা যায় নীচ দিয়ে বয়ে চলা লিস নদীর অপূর্ব দৃশ্য। প্রকৃতিপ্রেমীদের জন্য এ যেন এক বাড়তি উপহার।
advertisement
4/5
*দুর্গোৎসবের মরসুমে উত্তরবঙ্গ জুড়ে পর্যটকদের ভিড় বেড়েছে দ্বিগুণ। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের পাশাপাশি এখন লুপপুলও ট্যুরিস্ট ম্যাপে জায়গা করে নিয়েছে। পরিবারের সঙ্গে হোক বা বন্ধুবান্ধবের আড্ডা, সকলে ছুটে যাচ্ছেন এই নতুন রোমাঞ্চের স্বাদ নিতে।
*দুর্গোৎসবের মরসুমে উত্তরবঙ্গ জুড়ে পর্যটকদের ভিড় বেড়েছে দ্বিগুণ। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের পাশাপাশি এখন লুপপুলও ট্যুরিস্ট ম্যাপে জায়গা করে নিয়েছে। পরিবারের সঙ্গে হোক বা বন্ধুবান্ধবের আড্ডা, সকলে ছুটে যাচ্ছেন এই নতুন রোমাঞ্চের স্বাদ নিতে।
advertisement
5/5
*লুপপুল থেকে লিস নদীর সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা। সবুজ পাহাড়, শীতল হাওয়া আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নতুন এই সেতু ভ্রমণপিপাসুদের কাছে যেন এক টানটান আকর্ষণ। উত্তরবঙ্গের পর্যটনে এই সংযোজন ভবিষ্যতে আরও মানুষের পদচারণা টানবে বলেই মনে করছেন সবাই!
*লুপপুল থেকে লিস নদীর সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা। সবুজ পাহাড়, শীতল হাওয়া আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে নতুন এই সেতু ভ্রমণপিপাসুদের কাছে যেন এক টানটান আকর্ষণ। উত্তরবঙ্গের পর্যটনে এই সংযোজন ভবিষ্যতে আরও মানুষের পদচারণা টানবে বলেই মনে করছেন সবাই!
advertisement
advertisement
advertisement