সন্ধিপুজোয় কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করলেন বিশেষ প্রার্থনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
TMC MP Kalyan Banerjee Crying During Durga Puja Chandi Path: বিগত বছরগুলির মতই একই চেনা দৃশ্য ধরা পড়ল এবারও। সন্ধিপুজোয় মায়ের কাছে প্রার্থনা করতে গিয়ে কেঁদে ফেললেন আউনজীবি-সাংসদ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও করলেন প্রার্থনা।
এ যেন প্রতি বছরের নিয়ম হয়ে উঠেছে। এবারও চোখের জলে মায়ের প্রার্থনা করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রবীন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলির মতই একই চেনা দৃশ্য ধরা পড়ল এবারও। সন্ধিপুজোয় মায়ের কাছে প্রার্থনা করতে গিয়ে কেঁদে ফেললেন আইনজীবী-সাংসদ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও করলেন বিশেষ প্রার্থনা।
বর্তমানে শাসক দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা উৎসবে মানুষের পাশে থাকতে কোনও না কোনও পুজোর সঙ্গে যুক্ত থাকেন। শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে হয় এই পুজো। অষ্টমীর সন্ধি পুজোতে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও এখন ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
advertisement
advertisement
সন্ধি পুজোর সময় চণ্ডীপাঠ করতে করতেই অঝোরে কাঁদতে থাকেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, “মা সবাইকে ভালো রাখুন। শান্তিতে রাখুন। সব ধর্মের মানুষকে ভাল রাখুক। ভালো সংস্কৃতি যেন তৈরি হয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও দেবী দুর্গার কছে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বলেন,”দিদিকে আশীর্বাদ করো মা। ২৬-এর নির্বাচনে যেন পশ্চিমবঙ্গের অসুরদের দিদি বধ করতে পারেন।”
advertisement
প্রসঙ্গত, শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর এবারের ভাবনা সূর্য মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। যা দেখতে ভিড় জমাচ্ছেম জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। তবে প্রতি বছর এই দিনে সাংসাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নাও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2025 10:58 PM IST