How To Solve Water Leaking in AC: টপটপ করে জল পড়ছে AC থেকে...? টেকনিশিয়ান লাগবে না! ছোট্ট 'কাজেই' মুহূর্তে সমাধান, নিয়ম জানুন স্টেপ বাই স্টেপ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
How To Solve Water Leaking in AC: আচমকাই দেখা যায় ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে এয়ার কন্ডিশনার মেশিন থেকে। জীবন দুর্বিষহ হয়ে যায় এই ধরণের সমস্যায়। এসি ব্যবহারকারী প্রায় প্রত্যেক ব্যক্তিই কোনও না কোনও সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এয়ার ফিল্টার প্রতিস্থাপন করুন:এয়ার ফিল্টার পরিষ্কার না থাকায় এসি থেকে জল পড়তে থাকে। এমন পরিস্থিতিতে প্রতি ২-৩ মাস অন্তর পরিষ্কার করা জরুরি। এটি ক্ষতিগ্রস্থ হলে অবিলম্বে এটি প্রতিস্থাপন করুন। অনেক সময় নোংরা এয়ার ফিল্টারও এসি-তে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তাই এটিকে উপেক্ষা করার ভুল করবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতি ৬ মাস অন্তর ড্রেন লাইনে ভিনিগার ঢালতে হবে :শীতাতপনিয়ন্ত্রণ ইউনিটে ফুটো সমস্যা রোধ করতে, ড্রেন লাইন পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে ড্রেন লাইন পরিষ্কার রাখতে ৬ মাসে একবার জলে ভিনিগার দিন। এতে পাইপের কাছে থাকা সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়, যার ফলে ছত্রাক জন্মাতে পারে।