Best Geyser : এই শীতে গিজার কেনার আগে কোন কোন বিষয় দেখতে হবে? জেনে রাখুন, অনেক টাকা বাঁচাতে পারবেন খুব সহজেই
- Published by:Suman Majumder
Last Updated:
Geyser Buying Tips- গিজার কেনার সময় যদি একটু বিবেচনা করা যায় তা হলে পরে না টাকার ক্ষতি হয়, না প্রতিদিনের ঝামেলা থাকে। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে বা শুধু দাম দেখে গিজার কিনে ফেলে এবং কয়েক মাসের মধ্যেই আফসোস করতে শুরু করে। তাই গিজার কেনার আগে কিছু জরুরি বিষয় ভালভাবে বোঝা খুবই প্রয়োজন।
advertisement
কোন গিজার নেবেন?সবার আগে গিজারের ধরনের দিকে নজর দেওয়া উচিত। বাজারে মূলত দুই ধরনের গিজার পাওয়া যায়—স্টোরেজ এবং ইনস্ট্যান্ট। স্টোরেজ গিজারে আগে জল গরম হয়ে জমা থাকে, তাই এটি পরিবারের জন্য বেশি উপযোগী। অন্যদিকে ইনস্ট্যান্ট গিজার সঙ্গে সঙ্গে জল গরম করে, কিন্তু এর ধারণক্ষমতা কম হয়। যদি বাড়িতে এক–দুজন মানুষ থাকে এবং জলের প্রয়োজন কম হয়, তাহলে ইনস্ট্যান্ট গিজার কাজে লাগতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









