মঙ্গলবার ৩৫ বছরে পা দিলেন জুকারবার্গ। সারা বিশ্বের মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক দুনিয়ার বেতাজ বাদশাকে। মার্ক এর পুরো নাম ”মার্ক এলিওট জুকারবার্গ”। তিনি ১৯৮৪ সালের ১৪ই মে জন্মগ্রহণ করেন।
advertisement
2/10
জুকারবার্গের চোখে সমস্যা রয়েছে। তিনি লাল ও সবুজ রং দেখতে পান না। সেই কারণেই ফেসবুকের লোগোর রং নীল-সাদা।
advertisement
3/10
মার্ক জুকারবার্গ মাত্র ২৩ বছর বয়সে বিলিয়নিয়ার হন। যা ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়ার একটি রেকর্ড।
advertisement
4/10
গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেক যায়গা থেকে চাক্রির অফার পেয়েছিলেন। কিন্তু তিনি সব অফারকে ঠুকরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যান। তারপর তিনি হার্ভার্ড ছেড়ে, ফেসবুকে গড়ে তুলতে মন দেন।
advertisement
5/10
২০১১ সালে থেকে তিনি নিরামিষ ভোজী হয়ে যান। তিনি তখন বলেছিলেন যে তিনি তখনই মাংস খাবেন যদি তিনি সেই প্রাণীটিকে নিজে মেরে থাকেন।
advertisement
6/10
পোষ্য হিসেবে সারমেয় জুকারবার্গের খুব প্রিয়। তাঁর পোষা হাঙ্গেরিয়ান কুকুর বিস্টও ফেসবুকের দৌলতে জনপ্রিয় হয়ে গিয়েছে।
advertisement
7/10
২০১১ সালে জুকারবার্গ Google+-এর ফাউন্ডার ল্যারি পেজ ও সেরগে ব্রিন কে ছাপিয়ে গিয়ে তিনি হয়ে যান Google-এর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সবচেয়ে বেশি ফলোড ইউজার।
advertisement
8/10
জুকারবার্গ প্রতিদিন একই গ্রে রঙের টি-শার্ট পড়েন। তিনি মনে করেন এতে সকালে তাঁর সময় বাঁচে।
advertisement
9/10
জুকারবার্গের ট্যুইটারে কোন অফিশিয়াল প্রোফাইল নেই, কিন্তু সেখানেও তাঁর ৩ লক্ষ ফলোয়ার আছে।
advertisement
10/10
মার্ক ও প্রিসিলা তাদের ফেসবুক এর শেয়ার এর ৯৯% ই দান করে যাবেন। যার মূল্য বর্তমানে প্রায় ৪৮ বিলিয়ন ডলার।