

ছোট ফ্লাটে রাখা টিপটপ সংসার...৷ নগরজীবন এখন এমনই৷ দু কামরা৷ ডাইনিং হল৷ রান্নাঘর৷ একটা ব্যালকনি৷ 2 BHK সংসার সর্বস্ব৷ কপালজোরে একটা স্টাডি রুম৷ তাও যদি স্কোয়্যার ফুটে কুলোয়৷ ছোট ফ্ল্যাট তো কী? তারই মধ্যে পুজো লুক দেওয়া যায় না? আরে ভাই, দিনের বেশির ভাগ সময় যে জায়গায় কাটে, তাকে অন্তত মন্দির করে রাখলে মন ভালো হয়ে যায়। উত্সবের দিনগুলিতে ঘুম থেকে উঠে যদি রোজ আশ্বিনের শারদপ্রাত অনুভূত হয়, বেশ লাগে৷


পর্দা, বালিশের কভার নতুন হলে ভাল। সে ক্ষেত্রে উজ্জ্বল রঙের উপরেই জোর দিন। ঘরের রং অনুযায়ী পর্দা, বালিশের রঙও বেছে নিতে পারেন।


প্রতিটি ঘরের থিম পরিবর্তনের জন্য ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। ডেকরেশনের জন্য বাহারি মোমবাতি, বাহারি আলো ও সঙ্গে ঘরে সুন্দর গন্ধের জন্য ভেষজ তেল রাখতে পারেন এক কোণে। পুজো পুজো আনন্দ পেতে সারাক্ষণ ঘরের মিউজিক সিস্টেমে চলুক মৃদু ঢাকের বাদ্যি। খুব আস্তে।


ঘরে ঢোকার মুখে দরজায় উজ্জ্বল বাহারি আলো রাখতে পারেন। উত্সবকে স্বাগত জানাতে দরজার কাছে আলপনা বা রঙ্গোলি থাকলে তো জমে যাবে।


সেন্টার টেবিল থেকে অকাজের জিনিস সরিয়ে ফেলুন। ছিমছাম থাক। ফুল রাখতে পারেন সেন্টার টেবিলে বা শো পিস।


ব্যালকনিতে নানা রঙের ফুলে সাজান। ফুল শুধু মন ভালোই করে না, ঘরকেও সুন্দর করে তোলে। দুটি রঙের ফুলে কম্বিনেশন ঠিক করুন। যেমন সাদা ও হলুদ। এ ক্ষেত্রে পেশাদারের সাহায্য নিতে পারেন।


সবুজ সময়ই মন ভালো করে। তাই কিছু বাহারি গাছ ঘরের কোণে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, যদি খুব ছোট ফ্ল্যাট হয়, তা হলে ঘিঞ্জি লাগতে পারে। না হলে সেই গাছে লাইট লাগান।