FASTag New Rule: ১ মে থেকে আর কাজ করবে না FASTag? গাড়ির টোল আদায় নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্র

Last Updated:
FASTag-এর নিয়মে বড় পরিবর্তন, নতুন টোল কালেকশন সিস্টেম চালু হবে ভারতে; ফলে টোল প্লাজাগুলিতে আর দাঁড়াতে হবে না কোনও গাড়িকে। এতে ভিড়, লাইন তো কমবেই, সেই সঙ্গে টোল বুথে ট্রাফিক ফ্লো-র ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে।
1/6
সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আগামী ১ মে ২০২৫ তারিখ থেকে সারা দেশে FASTag-এর জায়গা নিয়ে নেবে একটি স্যাটেলাইট-ভিত্তিক টোলিং সিস্টেম। যদিও সরকার স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে বলে যে, এটা একেবারেই সত্যি নয়। শুক্রবার মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ (MoRTH) ব্যাখ্যা করে জানিয়েছে যে, ওই দিনে সারা দেশ জুড়ে স্যাটেলাইট-ভিত্তিক অথবা জিপিএস-ভিত্তিক টোলিং সিস্টেম কার্যকর করার কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আগামী ১ মে ২০২৫ তারিখ থেকে সারা দেশে FASTag-এর জায়গা নিয়ে নেবে একটি স্যাটেলাইট-ভিত্তিক টোলিং সিস্টেম। যদিও সরকার স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে বলে যে, এটা একেবারেই সত্যি নয়। শুক্রবার মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ (MoRTH) ব্যাখ্যা করে জানিয়েছে যে, ওই দিনে সারা দেশ জুড়ে স্যাটেলাইট-ভিত্তিক অথবা জিপিএস-ভিত্তিক টোলিং সিস্টেম কার্যকর করার কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
advertisement
2/6
বিদ্যমান ২.৫ প্রোটোকলই অপারেট করবে জাতীয় সড়কের টোল প্লাজাগুলি। যার ফলে রিয়েল-টাইম FASTag ভেরিফিকেশন সম্ভব হবে। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, নিজেদের FASTag ওয়ালেটের সঙ্গে ইউপিআই অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। যাতে অটো-রিচার্জ বিকল্প থাকে এবং টোল পেমেন্ট সহজে করা যায়।
বিদ্যমান ২.৫ প্রোটোকলই অপারেট করবে জাতীয় সড়কের টোল প্লাজাগুলি। যার ফলে রিয়েল-টাইম FASTag ভেরিফিকেশন সম্ভব হবে। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, নিজেদের FASTag ওয়ালেটের সঙ্গে ইউপিআই অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। যাতে অটো-রিচার্জ বিকল্প থাকে এবং টোল পেমেন্ট সহজে করা যায়।
advertisement
3/6
এর পরিবর্তে একটি নতুন হাইব্রিড টোলিং সিস্টেম কিছু নির্দিষ্ট রুটে পরীক্ষা করা হবে। যার নাম ANPR-FASTag-based Barrier-Less Tolling System। আপাতত নয়াদিল্লি-মুম্বই করিডরেই তা পরীক্ষামূলক ভাবে চালানো হবে। কিন্তু এখনও পর্যন্ত তা সারা দেশ জুড়ে রোল আউট করা হবে না। এই পাইলট প্রজেক্টের সাফল্য এবং ব্যবহারকারীদের ফিডব্যাকের উপরেই সারা দেশব্যাপী এই রোলআউট নির্ভর করবে।
এর পরিবর্তে একটি নতুন হাইব্রিড টোলিং সিস্টেম কিছু নির্দিষ্ট রুটে পরীক্ষা করা হবে। যার নাম ANPR-FASTag-based Barrier-Less Tolling System। আপাতত নয়াদিল্লি-মুম্বই করিডরেই তা পরীক্ষামূলক ভাবে চালানো হবে। কিন্তু এখনও পর্যন্ত তা সারা দেশ জুড়ে রোল আউট করা হবে না। এই পাইলট প্রজেক্টের সাফল্য এবং ব্যবহারকারীদের ফিডব্যাকের উপরেই সারা দেশব্যাপী এই রোলআউট নির্ভর করবে।
advertisement
4/6
মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ (MoRTH)-এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, সংবাদমাধ্যমের কিছু অংশ জানিয়েছে যে, আগামী ১ মে ২০২৫ তারিখ থেকে একটি স্যাটেলাইট-ভিত্তিক টোলিং সিস্টেম চালু করা হবে। আর সেটি FASTag-ভিত্তিক টোল আদায়ের ব্যবস্থার জায়গা নেবে। এটা স্পষ্ট করে দেওয়া জরুরি যে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ (MoRTH) অথবা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এই সংক্রান্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।
মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ (MoRTH)-এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, সংবাদমাধ্যমের কিছু অংশ জানিয়েছে যে, আগামী ১ মে ২০২৫ তারিখ থেকে একটি স্যাটেলাইট-ভিত্তিক টোলিং সিস্টেম চালু করা হবে। আর সেটি FASTag-ভিত্তিক টোল আদায়ের ব্যবস্থার জায়গা নেবে। এটা স্পষ্ট করে দেওয়া জরুরি যে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ (MoRTH) অথবা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এই সংক্রান্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।
advertisement
5/6
ANPR-FASTag-based Barrier-Less Tolling System আসলে কী? এটা হল একটি নতুন টোল আদায়ের প্রযুক্তি। যেখানে থাকবে Automatic Number Plate Recognition (ANPR) ক্যামেরা এবং বিদ্যমান FASTag Radio-Frequency Identification (RFID) সিস্টেমও। এই হাইব্রিড সিস্টেম মসৃণ এবং বাধাহীন টোলিংয়ের অনুমতি দেবে। ফলে টোল প্লাজাগুলিতে আর দাঁড়াতে হবে না কোনও গাড়িকে। এতে ভিড়, লাইন তো কমবেই, সেই সঙ্গে টোল বুথে ট্রাফিক ফ্লো-র ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে।
ANPR-FASTag-based Barrier-Less Tolling System আসলে কী? এটা হল একটি নতুন টোল আদায়ের প্রযুক্তি। যেখানে থাকবে Automatic Number Plate Recognition (ANPR) ক্যামেরা এবং বিদ্যমান FASTag Radio-Frequency Identification (RFID) সিস্টেমও। এই হাইব্রিড সিস্টেম মসৃণ এবং বাধাহীন টোলিংয়ের অনুমতি দেবে। ফলে টোল প্লাজাগুলিতে আর দাঁড়াতে হবে না কোনও গাড়িকে। এতে ভিড়, লাইন তো কমবেই, সেই সঙ্গে টোল বুথে ট্রাফিক ফ্লো-র ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে।
advertisement
6/6
যেসব যানবাহন এই সিস্টেম মানবে না, তাদের E-Notice পাঠানো হবে। আর পেমেন্ট ব্যর্থ হলে FASTag সাসপেন্ড করা হবে। সেই সঙ্গে VAHAN সিস্টেমের আওতাতেও শাস্তি মিলবে। ইতিমধ্যেই বাছাই করা লোকেশনে এই সিস্টেম ইনস্টল করার ডাক দিয়েছে NHAI। এটা মাথায় রাখা আবশ্যক যে, এটি আসলে লিমিটেড ট্রায়াল। আপাতত দেশ জুড়ে তা রোল আউটের কোনও পরিকল্পনা নেই।
যেসব যানবাহন এই সিস্টেম মানবে না, তাদের E-Notice পাঠানো হবে। আর পেমেন্ট ব্যর্থ হলে FASTag সাসপেন্ড করা হবে। সেই সঙ্গে VAHAN সিস্টেমের আওতাতেও শাস্তি মিলবে। ইতিমধ্যেই বাছাই করা লোকেশনে এই সিস্টেম ইনস্টল করার ডাক দিয়েছে NHAI। এটা মাথায় রাখা আবশ্যক যে, এটি আসলে লিমিটেড ট্রায়াল। আপাতত দেশ জুড়ে তা রোল আউটের কোনও পরিকল্পনা নেই।
advertisement
advertisement
advertisement