খারাপ রাস্তা ...? গর্তে ভর্তি...? বাড়িতে বসেই সরকারের কাছে অভিযোগ জানান এই মোবাইল অ্যাপের মাধ্যমে! নিমেষেই মিলবে সমাধান
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ঘরে বসে নিজের স্মার্টফোন ব্যবহার করেই এই বিষয়ে অভিযোগ জানানো যেতে পারে। আর সরকারের এই অ্যাপটির নাম হল Sameer App।
advertisement
শুধু কি তা-ই, সেই সঙ্গে দুর্ঘটনার জেরে মৃত্যুফাঁদও যেন ওঁৎ পেতে রয়েছে। তবে নিজের এলাকায় রাস্তার এমন দশা হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং দায়িত্বশীল নাগরিকের মতো এই সমস্যার কথা সরাসরি সরকারের কাছে তুলে ধরা যাবে। তা-ও কোথাও যেতে হবে না। ঘরে বসে নিজের স্মার্টফোন ব্যবহার করেই এই বিষয়ে অভিযোগ জানানো যেতে পারে। আর সরকারের এই অ্যাপটির নাম হল Sameer App।
advertisement
এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, এই Sameer App তৈরি করেছে Central Pollution Control Board (CPCB)। আগে অবশ্য এই অ্যাপটি Air Quality Index (AQI)-এর বিষয়ে আপডেট দেওয়ার জন্যই ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে একটি নয়া ফিচার এর মধ্যে যোগ করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের এলাকার বেহাল রাস্তা অথবা খানা-খন্দের বিষয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। Google Play Store এবং Apple App Store প্ল্যাটফর্মে একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই অ্যাপটি
advertisement
advertisement
advertisement
বলে রাখা ভাল যে, এই অ্যাপটিতে আরও একটি অপশন রয়েছে। যার নাম Public Login। যা যে কোনও নাগরিক ব্যবহার করতে পারেন। ভাঙা রাস্তায় ওঁৎ পেতে থাকতে পারে বিপদ। অর্থাৎ এর জেরে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। এমনকী এটা পথচারীদেরও প্রাণ কেড়ে নিতে পারে। যানজট এবং দুর্ঘটনার আশঙ্কা তাই কমানোর জন্য যে কেউ Sameer App-এর মাধ্যমে নিজেদের অভিযোগ অনায়াসে দায়ের করতে পারবেন। এভাবেই তাঁরা দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালন করতে পারেন।