Eid-ul-Fitr Wishes: এই মিলনের উৎসবে WhatsApp Sticker-এর মাধ্যমেই প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা

Last Updated:
এই লকডাইউনে কাছের মানুষদের ‘ইদ মোবারক’ জানান ভার্চুয়ালি।
1/6
এরকম ইদ গোটা বিশ্ব দেখল প্রথমবার ৷ যে ইদ মিলনের উৎসব ৷ যে ইদ ভালবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব ৷ সেই উৎসবেই প্রবেশ করল কোয়ারেন্টাইন শব্দ ৷ গোটা বিশ্ব যেখানে করোনায় নাজেহাল, তখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জলদি সব ঠিক হয়ে যাক ৷
এরকম ইদ গোটা বিশ্ব দেখল প্রথমবার ৷ যে ইদ মিলনের উৎসব ৷ যে ইদ ভালবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব ৷ সেই উৎসবেই প্রবেশ করল কোয়ারেন্টাইন শব্দ ৷ গোটা বিশ্ব যেখানে করোনায় নাজেহাল, তখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জলদি সব ঠিক হয়ে যাক ৷
advertisement
2/6
২৫ মে, পালিত হবে পবিত্র রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর। প্রতিবছর উৎসবের এই মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে ছবিটা অনেকটা আলাদা। তাই এই লকডাইউনে কাছের মানুষদের ‘ইদ মোবারক’ জানান ভার্চুয়ালি।
২৫ মে, পালিত হবে পবিত্র রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর। প্রতিবছর উৎসবের এই মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে ছবিটা অনেকটা আলাদা। তাই এই লকডাইউনে কাছের মানুষদের ‘ইদ মোবারক’ জানান ভার্চুয়ালি।
advertisement
3/6
আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক। WhatsApp-এ ইদ বা ইদ -উল-ফিতর স্টিকার পাঠানোর জন্য সবার প্রথমে চ্যাট উইন্ডর ডান দিকে নীচে ইমোজি আইকনে ট্যাপ করুন। ইমোজি গ্যালারি ওপেন হলে ডান দিকে নীচে স্টিকার আইকন দেখতে পাবেন।
আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক। WhatsApp-এ ইদ বা ইদ -উল-ফিতর স্টিকার পাঠানোর জন্য সবার প্রথমে চ্যাট উইন্ডর ডান দিকে নীচে ইমোজি আইকনে ট্যাপ করুন। ইমোজি গ্যালারি ওপেন হলে ডান দিকে নীচে স্টিকার আইকন দেখতে পাবেন।
advertisement
4/6
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এখানে প্লে স্টোর থেকে আরও স্টিকার ডাউনলোড করার অপশান দেখতে পাবেন। এই অপশান সিলেক্ট করলে স্মার্টফোনে প্লে স্টোর ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ইদ-এর Stickers ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এখানে প্লে স্টোর থেকে আরও স্টিকার ডাউনলোড করার অপশান দেখতে পাবেন। এই অপশান সিলেক্ট করলে স্মার্টফোনে প্লে স্টোর ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ইদ-এর Stickers ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
advertisement
5/6
এবার আপনি নিজের WhatsApp Chat খুলুন, তারপর ওই চ্যাটটে ক্লিক করুন যাকে আপনি ইদের শুভেচ্ছা পাঠাতে চান। Stickers-এর অপশনে গিয়ে নিজের পছন্দের মতো স্টিকার পাঠিয়ে দিন।
এবার আপনি নিজের WhatsApp Chat খুলুন, তারপর ওই চ্যাটটে ক্লিক করুন যাকে আপনি ইদের শুভেচ্ছা পাঠাতে চান। Stickers-এর অপশনে গিয়ে নিজের পছন্দের মতো স্টিকার পাঠিয়ে দিন।
advertisement
6/6
এছাড়াও আপনি চাইলে GIF-র মাধ্যমেও আপনি শুভেচ্ছা পাঠাতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। চ্যাট বক্সে গিয়ে Eid-ul-Fitr GIF;  লিখলেই অনেক অপশন দেখতে পেয়ে যাবেন। নিজের এচ্ছে মতো বেছে পাঠিয়ে দিন প্রিয়জনদের
এছাড়াও আপনি চাইলে GIF-র মাধ্যমেও আপনি শুভেচ্ছা পাঠাতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। চ্যাট বক্সে গিয়ে Eid-ul-Fitr GIF; লিখলেই অনেক অপশন দেখতে পেয়ে যাবেন। নিজের এচ্ছে মতো বেছে পাঠিয়ে দিন প্রিয়জনদের
advertisement
advertisement
advertisement