Dolphin Gemma: কী বলতে চায় ডলফিন? না বলা কথা বুঝতে রেডি AI চ্যাটবট! গুগলের Dolphin Gemma হতে পারে মূল চাবিকাঠি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Dolphin Gemma কী? ডলফিনদের ভাষা বুঝতে AI এবং Pixel 9 ফোনকে কাজে লাগাচ্ছে Google, জেনে নিন বিশদে
advertisement
নন-প্রফিট প্রতিষ্ঠান Wild Dolphin Project (WDP)-এর তরফে আটলান্টিকের ডলফিনদের আচরণ নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। Dolphin Gemma মডেলের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্য প্রদান করেছে। Google-এর তরফে দাবি করা হয়েছে যে, Dolphin Gemma আসলে এর ওপেন Gemma সিরিজের মডেলের উপর ভিত্তি করে তৈরি। যা ফোনে চলার জন্য পর্যাপ্ত। এটি আসলে ডলফিনের মতো সাউন্ড প্যাটার্ন প্রোডিউস করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
কীভাবে ডলফিনদের উপরে গবেষণা চালানোর পরিকল্পনা করছে Google AI: একটি ব্লগ পোস্ট থেকে জানা গিয়েছে যে, WDP-র মূল লক্ষ্য হল, ডলফিনদের সামাজিক বার্তা আদানপ্রদান এবং তাদের প্রাকৃতিক সংযোগ পরীক্ষা করা। সারফেস অবজার্ভেশন ছাড়া এটা সম্ভব নয়। জলের তলায় কাজ করার ফলে গবেষকরা সরাসরি ডলফিনদের নির্দিষ্ট কিছু আচরণের সঙ্গে শব্দকে কো-রিলেট করতে পারেন। তাই তাঁরা কয়েক দশক ধরে ভিন্ন ধারার শব্দ বা সাউন্ডের সঙ্গে আলাদা বিহেভিওরাল সেটিংসের লিঙ্ক করেছেন। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে:
advertisement
advertisement