একটা ফোন কেনার আগে কোন কোন 'জিনিস' দেখতে হয়? জানা থাকলে টাকা বাঁচবে
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
5G Smartphone- প্রসেসর ভাল হলেই ভারতীয় গ্রাহকদের মন খুশ। এরপর তাঁরা এক এক করে দেখেন ব্যাটারি লাইফ, স্টোরেজ ক্যাপাসিটি এবং ক্যামেরা কোয়ালিটি।
advertisement
advertisement
রিপোর্টে বলা হয়েছে, স্মার্টফোনের প্রতি ভারতীয় গ্রাহকদের নির্ভরতা বেড়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁরা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং সতর্ক। ভাল পারফরম্যান্সের জন্য গ্রাহকরা উন্নত প্রসেসরের পিছনে বেশি খরচ করতেও পিছ পা হন না। সমীক্ষায় ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রসেসরের পারফরম্যান্স ডিভাইসের সামগ্রিক পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে।
advertisement
ভারতীয় ক্রেতারা দেখেন, প্রসেসরের স্পিড কেমন আছে। এর জন্য বেশি খরচ ক্রতেও প্রস্তুত ১৬ শতাংশ গ্রাহক। এরপরই রয়েছে ব্যাটারি লাইফ। ১৩ শতাংশ গ্রাহক এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ৫জি কানেক্টিভিটি চান ১২ শতাংশ গ্রাহক। সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট শিবানী পরাশর বলেছেন, "স্মার্টফোন কেনার সময় এখন প্রসেসরের পারফরম্যান্সই প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছে। ৮৪ শতাংশ গ্রাহকই স্মার্টফোনে চিপসেটের ভূমিকা দেখে নেন।“
advertisement
জেনারেটিভ এআই যত উন্নত হচ্ছে স্মার্টফোনেও তার প্রভাব পড়ছে। চিপসেট কোম্পানিগুলো গ্রাহককে এখন সাধারণ কানেক্টিভিটির থেকে আরও বেশি কিছু দিতে আগ্রহী। এআই-পাওয়ার্ড প্রসেসরের দিকেই তাঁদের মনোযোগ বেশি। যা দ্রুত চলে, দুর্দান্ত অভিজ্ঞতা পান গ্রাহকও। সমীক্ষায় দেখা গিয়েছে, গ্রাহকরা কোয়ালকম, এক্সিনোস এবং মিডিয়াটেক-এর মতো প্রধান চিপসেট ব্র্যান্ডগুলো খুব ভালভাবে চেনেন।
advertisement
advertisement